বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৯: ০৬
রকিবুল হাসান শিবলী। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রকিবুল হাসান শিবলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রকিবুল হাসান শিবলীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। আজ বুধবার তাঁকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল বাসার।

২০২৩-২৪ অর্থবছরের কাজ না করেই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উপজেলা পরিষদের কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। যা দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে প্রমাণ মিলবে বলে বলছেন অভিযোগকারী ব্যক্তিরা।

এ বিষয়ে জানতে চাইলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রকিবুল হাসান শিবলীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত