ফরিদপুর প্রতিনিধি
ইন্দোনেশিয়ার পামওয়েল পেলে ভোজ্যতেলের দাম কিছুটা কমবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আজ শনিবার ফরিদপুরে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
শনিবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য-সংক্রান্ত জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তপন কান্তি ঘোষ।
সভায় তপন কান্তি ঘোষ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সারা পৃথিবীতেই গম ও সয়াবিনের দর বেড়েছে। বর্তমান সময়ে ইউক্রেন ও রাশিয়ার থেকে সব ধরেন পণ্য আমদানি বন্ধ রয়েছে। ওই দুই দেশ যত দিন আমদানিকারকদের বাইরে থাকবে, তত দিন পণ্যের দর কমার সম্ভাবনা নেই। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্যই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে হওয়া এই মতবিনিময় সভায় তপন কান্তি ঘোষ বলেন, ‘আমাদের গম ও সানফ্লাওয়ার আমদানির ক্ষেত্রে রাশিয়া কিংবা ইউক্রেনের ওপর নির্ভর করতে হয়। ওই দুই দেশের সংকট সমাধান না হওয়া পর্যন্ত আমাদের বাজারে তেল, গম ও সারের ওপর প্রভাব পড়বে। এ জন্য এখন থেকেই সবাইকে মিতব্যয়ী হওয়া ও বিকল্প পণ্যের দিকে এগোতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর চেম্বারের প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ফরিদপুর চকবাজার বণিক সমিতির সভাপতি মো. মাসুদুল হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, প্রেস ক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, হাজি শরিয়তুল্লাহ বাজারের ফজলুর রহমান প্রমুখ।
ইন্দোনেশিয়ার পামওয়েল পেলে ভোজ্যতেলের দাম কিছুটা কমবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আজ শনিবার ফরিদপুরে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
শনিবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য-সংক্রান্ত জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তপন কান্তি ঘোষ।
সভায় তপন কান্তি ঘোষ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সারা পৃথিবীতেই গম ও সয়াবিনের দর বেড়েছে। বর্তমান সময়ে ইউক্রেন ও রাশিয়ার থেকে সব ধরেন পণ্য আমদানি বন্ধ রয়েছে। ওই দুই দেশ যত দিন আমদানিকারকদের বাইরে থাকবে, তত দিন পণ্যের দর কমার সম্ভাবনা নেই। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্যই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে হওয়া এই মতবিনিময় সভায় তপন কান্তি ঘোষ বলেন, ‘আমাদের গম ও সানফ্লাওয়ার আমদানির ক্ষেত্রে রাশিয়া কিংবা ইউক্রেনের ওপর নির্ভর করতে হয়। ওই দুই দেশের সংকট সমাধান না হওয়া পর্যন্ত আমাদের বাজারে তেল, গম ও সারের ওপর প্রভাব পড়বে। এ জন্য এখন থেকেই সবাইকে মিতব্যয়ী হওয়া ও বিকল্প পণ্যের দিকে এগোতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর চেম্বারের প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ফরিদপুর চকবাজার বণিক সমিতির সভাপতি মো. মাসুদুল হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, প্রেস ক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, হাজি শরিয়তুল্লাহ বাজারের ফজলুর রহমান প্রমুখ।
ব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
১৯ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
২৯ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১ ঘণ্টা আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগে