ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিলেটের হবিগঞ্জ থেকে তাবলিগ জামাতের উদ্দেশে বের হয় ৭০ বছর বয়সী আবরু মিয়া নামের এক বৃদ্ধ। গত তিন দিন আগে মানিকগঞ্জের দৌলতপুর থেকে তাবলিগ জামাতের দল থেকে তিনি হারিয়ে যান। এমতাবস্থায় তাঁর সঙ্গীরা তাকে খুঁজতে থাকে। হারিয়ে যাওয়া সেই বৃদ্ধ মানিকগঞ্জের ঘিওর বাজারের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন, সিলেটী ভাষায় কথা বলায় তার পরিচয় কেউ শনাক্ত করতে পারছিল না। পরে স্থানীয়রা ঘিওর থানা-পুলিশকে খবর দেয়।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদের তাৎক্ষণিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এস আই মো. আল মামুন লোকটির কাছে যায় এবং ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করা হয়। ওই বৃদ্ধ জানান, তিনি হবিগঞ্জের বাহুবল থানার চাইরগাঁও গ্রামের বাসিন্দা। তবে কোথায় এসেছিলেন তা তাঁর মনে নেই।
এস আই মামুন বলেন, উক্ত ব্যক্তির ঠিকানায় আমি যোগাযোগ করার চেষ্টা করি। আমি মৌলভীবাজার জেলায় কর্মরত থাকাকালে বাহুবল থানার জনৈক ফজলু নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় ছিল। সেই সূত্র ধরে মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করি এবং ঘটনার বিস্তারিত বলি। পরবর্তীতে ফজলু ভাইয়ের সহায়তায় হারিয়ে যাওয়া লোকটির ছেলে তোফায়েলের সঙ্গে যোগাযোগ হয়।
এ সময় তোফায়েল হোসেন জানায়, তাঁর বাবা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা এলাকার কোনো এক মসজিদে তাবলিগ জামাতে ছিলেন। সেখান থেকে ৩ দিন যাবৎ পাওয়া যাচ্ছে না তাঁকে।
তিনি আরও বলেন, আমি তাবলিগ জামাতের আমির মো. আবদুল আহাদ মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি ঘিওর থানায় অন্যান্য সাথি ভাইদের নিয়ে হাজির হন।
ঘিওর থানার অফিসার রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ৭০ বছর বয়সী বৃদ্ধ লোকটির পরিচয় শনাক্ত করার পর তার সফরসঙ্গী তাবলিগ জামাতের আমির মো. আবদুল আহাদ দৌলতপুর হতে ঘিওর থানায় হাজির হয়। হারিয়ে যাওয়ার বৃদ্ধ লোকটির পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের কাছে হস্তান্তর করা হয়।
সিলেটের হবিগঞ্জ থেকে তাবলিগ জামাতের উদ্দেশে বের হয় ৭০ বছর বয়সী আবরু মিয়া নামের এক বৃদ্ধ। গত তিন দিন আগে মানিকগঞ্জের দৌলতপুর থেকে তাবলিগ জামাতের দল থেকে তিনি হারিয়ে যান। এমতাবস্থায় তাঁর সঙ্গীরা তাকে খুঁজতে থাকে। হারিয়ে যাওয়া সেই বৃদ্ধ মানিকগঞ্জের ঘিওর বাজারের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন, সিলেটী ভাষায় কথা বলায় তার পরিচয় কেউ শনাক্ত করতে পারছিল না। পরে স্থানীয়রা ঘিওর থানা-পুলিশকে খবর দেয়।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদের তাৎক্ষণিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এস আই মো. আল মামুন লোকটির কাছে যায় এবং ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করা হয়। ওই বৃদ্ধ জানান, তিনি হবিগঞ্জের বাহুবল থানার চাইরগাঁও গ্রামের বাসিন্দা। তবে কোথায় এসেছিলেন তা তাঁর মনে নেই।
এস আই মামুন বলেন, উক্ত ব্যক্তির ঠিকানায় আমি যোগাযোগ করার চেষ্টা করি। আমি মৌলভীবাজার জেলায় কর্মরত থাকাকালে বাহুবল থানার জনৈক ফজলু নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় ছিল। সেই সূত্র ধরে মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করি এবং ঘটনার বিস্তারিত বলি। পরবর্তীতে ফজলু ভাইয়ের সহায়তায় হারিয়ে যাওয়া লোকটির ছেলে তোফায়েলের সঙ্গে যোগাযোগ হয়।
এ সময় তোফায়েল হোসেন জানায়, তাঁর বাবা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা এলাকার কোনো এক মসজিদে তাবলিগ জামাতে ছিলেন। সেখান থেকে ৩ দিন যাবৎ পাওয়া যাচ্ছে না তাঁকে।
তিনি আরও বলেন, আমি তাবলিগ জামাতের আমির মো. আবদুল আহাদ মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি ঘিওর থানায় অন্যান্য সাথি ভাইদের নিয়ে হাজির হন।
ঘিওর থানার অফিসার রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ৭০ বছর বয়সী বৃদ্ধ লোকটির পরিচয় শনাক্ত করার পর তার সফরসঙ্গী তাবলিগ জামাতের আমির মো. আবদুল আহাদ দৌলতপুর হতে ঘিওর থানায় হাজির হয়। হারিয়ে যাওয়ার বৃদ্ধ লোকটির পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের কাছে হস্তান্তর করা হয়।
সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে আদালতের মুন্সি সমিতি (অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন) সহায়তা করেছে এমন দাবি তুলে কার্যালয় ভাঙচুর
৬ ঘণ্টা আগেশেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৮ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৯ ঘণ্টা আগে