গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে নাগেরপাড়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান ও সদস্যবৃন্দ উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
আব্দুর রাজ্জাকের স্মরণসভায় বক্তব্য দেন তাঁর রাজনৈতিক সহকর্মী প্রবীণ আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান ঢালী। এ ছাড়া আরও বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কোতোয়াল মো. টিপু সুলতান, নাগেরপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, ‘আব্দুর রাজ্জাক দেশের মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে যেমন শক্ত ভূমিকা রেখেছেন, তেমনি দেশের একজন জাতীয় নেতা হিসেবে দল ও দেশ গঠনে ছিলেন অগ্রদূতের ভূমিকায়। আব্দুর রাজ্জাককে আমরা হারালেও তাঁর ছেলে নাহিম রাজ্জাককে এমপি হিসেবে পেয়ে আমরা ধন্য।’
মো. ফজলুর রহমান ঢালী বলেন, ‘আধুনিক শরীয়তপুরের জনক হিসেবে আখ্যায়িত প্রয়াত আব্দুর রাজ্জাকের অবদানের কথা এ রকম এক-দুটি সভায় বলে শেষ করা যাবে না। এলাকার উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টার নিদর্শন শরীয়তপুরের আনাচে-কানাচে দেখা যায়। তার সঙ্গে রাজনীতি করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি।’
নাগেরপাড়ার নবনির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক খান বলেন, ‘আব্দুর রাজ্জাক ছিলেন দেশের একটি রত্ন। তবে এক রত্নকে হারালেও তাঁর ছেলে নাহিম রাজ্জাককে আরেক রত্ন হিসেবে শেখ হাসিনা আমাদের উপহার দিয়েছেন। আমরা এই মূল্যবান রত্ন যত দিন আগলে রাখতে পারব, তত দিন আমাদেরও মূল্য থাকবে।’
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে নাগেরপাড়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান ও সদস্যবৃন্দ উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
আব্দুর রাজ্জাকের স্মরণসভায় বক্তব্য দেন তাঁর রাজনৈতিক সহকর্মী প্রবীণ আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান ঢালী। এ ছাড়া আরও বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কোতোয়াল মো. টিপু সুলতান, নাগেরপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, ‘আব্দুর রাজ্জাক দেশের মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে যেমন শক্ত ভূমিকা রেখেছেন, তেমনি দেশের একজন জাতীয় নেতা হিসেবে দল ও দেশ গঠনে ছিলেন অগ্রদূতের ভূমিকায়। আব্দুর রাজ্জাককে আমরা হারালেও তাঁর ছেলে নাহিম রাজ্জাককে এমপি হিসেবে পেয়ে আমরা ধন্য।’
মো. ফজলুর রহমান ঢালী বলেন, ‘আধুনিক শরীয়তপুরের জনক হিসেবে আখ্যায়িত প্রয়াত আব্দুর রাজ্জাকের অবদানের কথা এ রকম এক-দুটি সভায় বলে শেষ করা যাবে না। এলাকার উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টার নিদর্শন শরীয়তপুরের আনাচে-কানাচে দেখা যায়। তার সঙ্গে রাজনীতি করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি।’
নাগেরপাড়ার নবনির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক খান বলেন, ‘আব্দুর রাজ্জাক ছিলেন দেশের একটি রত্ন। তবে এক রত্নকে হারালেও তাঁর ছেলে নাহিম রাজ্জাককে আরেক রত্ন হিসেবে শেখ হাসিনা আমাদের উপহার দিয়েছেন। আমরা এই মূল্যবান রত্ন যত দিন আগলে রাখতে পারব, তত দিন আমাদেরও মূল্য থাকবে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে