ভেতরে জায়গা না পেয়ে সড়কে অবস্থান মুসল্লিদের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ১৬: ১০
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৬: ৫১

টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমায় জায়গা না পেয়ে মুসল্লিরা সড়কে অবস্থান নিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিন দেখা যায়, মাঠের চারপাশের ১৩টি প্রবেশপথ দিয়ে মুসল্লিরা হেঁটে মাঠে ঢুকছেন। নিজ জেলা থেকে জামাতবন্দী হয়ে ময়দানে ঢুকছেন তাঁরা। মাঠে ঢোকার পর তাঁরা নির্ধারিত (খিত্তা) জায়গায় অবস্থান নিচ্ছেন। তবে প্রতিটি জেলার জন্য নির্ধারিত খিত্তায় জায়গা না পেয়ে সড়কে অবস্থান নিয়েছেন অনেকে।

কিশোরগঞ্জ থেকে ৮০ জন সাথি নিয়ে ময়দানে এসেছেন রফিকুল ইসলাম সেতু। কিশোরগঞ্জের জন্য নির্ধারিত খিত্তায় জায়গা না পেয়ে অবস্থান নিয়েছেন পাশের রাস্তায়। নিজ দায়িত্বে বাঁশ ও শামিয়ানা টানিয়ে সাথিদের নিয়ে অবস্থান নিয়েছেন তাঁরা।

সড়কে অবস্থান করছেন মুসল্লিরা।জামাতবন্দী হয়ে নওগাঁ জেলা থেকে ৫৬ জন নিয়ে এসেছেন মাওলানা ইউসুফ আলী। নির্ধারিত খিত্তায় জায়গা না পেয়ে বসেছেন পাশের খিত্তায়। ইউসুফ আলী বলেন, ‘আমাদের নির্ধারিত খিত্তায় জায়গা না পেয়ে পাশের খিত্তায় অবস্থান নিয়েছি। এই জেলার মুসল্লিরা এলে আমরা কোথায় অবস্থান নেব তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’

ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, দুই বছর পর ইজতেমা হচ্ছে। মুসল্লিদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা ময়দানে নির্ধারিত স্থানে অবস্থান নেবেন। তা ছাড়া আশপাশের ফাঁকা জায়গায়ও অবস্থান নেবেন তাঁরা। এবারের আসরে মুসল্লির সংখ্যা বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত