Ajker Patrika

এইচএসসিতে ‘বৈষম্যহীন’ ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, আটক ৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৭: ০৭
এইচএসসিতে ‘বৈষম্যহীন’ ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, আটক ৫৩

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বৈষম্যের অভিযোগে এবার সচিবালয়ের ভেতরে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন কিছু শিক্ষার্থী। আজ বুধবার বেলা পৌনে ৩টার দিকে তাঁরা ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এবং ৫৩ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ। ছবি: স্ক্রিনশটআজ বুধবার বেলা পৌনে ৩টার দিকে ৬০–৭০ জন শিক্ষার্থী বিক্ষোভ করেন সচিবালয়ে প্রবেশ করে। তাঁরা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে গিয়ে স্লোগান দিতে থাকেন। এইচএসসিতে ফলাফল বৈষম্য করা হয়েছে অভিযোগ করে নতুন করে মূল্যায়নের দাবি জানান তাঁরা।

তাৎক্ষণিকভাবে সচিবালয়ের সবগুলো ফটক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিক্ষোভকারীদের কাছ থেকে জব্দকৃত আইডি কার্ড। ছবি: আজকের পত্রিকাএকদল শিক্ষার্থী গেট ভেঙে ভেতরে ঢুকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা গিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে লাঠিচার্জ করা হয়। সেখান থেকে ৫৩ জনকে আটক করা হয়।

পরে সচিবালয়ে উপস্থিত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর সহায়তায় আটককৃতদের দুটি প্রিজন ভ্যানে তোলেন। তাঁদের শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত