বন্ধুকে বিমানবন্দরে বিদায় জানিয়ে ফেরার পথে প্রাণ গেল ৩ যুবকের

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১১: ৪৩
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৫: ৫৯
গাজীপুরে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুর থেকে এক বন্ধুকে বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত হয়েছেন তিন বন্ধু। গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন, মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২)। এদের মধ্যে মোসলেম উদ্দিনের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাকন্ড বীরের বাড়ি গ্রামে এবং নাসির ও জুয়েলের বাড়ি একই জেলার সখিপুরের আন্দিপাড়া গ্রামে।

রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন।

ওসি রিয়াদ মাহমুদ বলেন, এক বন্ধুকে বিদেশে যাওয়ার সময় বিদায় জানাতে তাঁর সঙ্গে আরও ৩ বন্ধু একটি প্রাইভেটকারে করে আসেন ঢাকায় শাহজালাল বিমানবন্দরে। বন্ধুকে বিদায় জানিয়ে একই প্রাইভেটকারে চেপে তিনজন বাড়ি ফিরছিলেন। দিবাগত রাত ২টা ৪০মিনিটের দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের এলাকার বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে। এটি ইউটার্ন নিয়ে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। নাসির ঘটনাস্থলেই মারা যান। পরে মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কারের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনার শিকার প্রাইভেট কার ও বাসটি জব্দ করা হয়েছে। বাসটির চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত