শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে গৃহস্থালি কাজের সময় বজ্রপাতে ফাতেমা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের মো. নূর হোসেনের স্ত্রী। বজ্রপাতে তাঁর মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তানসেন চৌধুরী।
নিহতের ছেলে জহিরুল ইসলাম জানান, তাঁর মা ফাতেমা আক্তার আজ শনিবার সকালে পার্শ্ববর্তী নানার বাড়িতে ধানখড় শুকানোর কাজ করছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে ধানেরখড় স্তূপের কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ফাতেমা আক্তার মাটিতে ঢলে পড়েন।
ফাতেমা আক্তারকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা বলেন, ‘ওই নারীকে আজ সকাল সাড়ে ১০ দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। পরে পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।’
এসআই তানসেন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বজ্রপাতে তাঁর শরীরের বাম পাশ ঝলসে গেছে। পরিবারের আবেদন অনুযায়ী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে গৃহস্থালি কাজের সময় বজ্রপাতে ফাতেমা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের মো. নূর হোসেনের স্ত্রী। বজ্রপাতে তাঁর মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তানসেন চৌধুরী।
নিহতের ছেলে জহিরুল ইসলাম জানান, তাঁর মা ফাতেমা আক্তার আজ শনিবার সকালে পার্শ্ববর্তী নানার বাড়িতে ধানখড় শুকানোর কাজ করছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে ধানেরখড় স্তূপের কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ফাতেমা আক্তার মাটিতে ঢলে পড়েন।
ফাতেমা আক্তারকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা বলেন, ‘ওই নারীকে আজ সকাল সাড়ে ১০ দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। পরে পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।’
এসআই তানসেন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বজ্রপাতে তাঁর শরীরের বাম পাশ ঝলসে গেছে। পরিবারের আবেদন অনুযায়ী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে।’
সিলেটের শাহপরানের পিরেরচক এলাকার মনোয়ার জাহান চৌধুরী তিন বছর ধরে যুক্তরাজ্যের বার্মিংহামে সপরিবারে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশরীরে হামলার অভিযোগ এনে সম্প্রতি সিলেটের আদালতে মামলার আবেদন করেছেন শেখ শফিউর রহমান কায়েছ নামের একজন।
৩৬ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচি টিআর-কাবিখা-কাবিটার কাজ শুরু করার আগেই প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেছে। ১৫ মার্চ প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়।
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কয়েক বিঘা জমি বেদখল হয়ে যাচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া সেতু এলাকার ওই জমিতে সাইনবোর্ড ঝোলানোর পাশাপাশি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। স্থানীয় বাজারদর অনুযায়ী জমিগুলোর দাম প্রায় ৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাকারী ও মাদক কারবারি বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
২ ঘণ্টা আগে