Ajker Patrika

কিশোরগঞ্জে নির্মাণাধীন সেনানিবাসসহ উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে নির্মাণাধীন সেনানিবাসসহ উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ সফরের আজ মঙ্গলবার তৃতীয় দিনে জেলার মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। 

আজ বিকেলে মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাস এলাকা পরিদর্শনে যান রাষ্ট্রপতি। সেনানিবাস এলাকায় পৌঁছালে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। 

রাষ্ট্রপতি স্পিড বোটে করে সেনানিবাস এলাকা ঘুরে দেখেন। 

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীনসহ পদস্থ সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

এর আগে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন ভবনের নির্মাণকাজের অগ্রগতি ঘুরে দেখেন। 

পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অষ্টগ্রামে সবুরে ভাঙা নদীর ওপর নির্মাণাধীন বাহাদুরপুর ব্রিজ পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। 

আগামীকাল কিশোরগঞ্জ সদর উপজেলার শৌলমারায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এ বিষয়ে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় ভাষণ দেবেন। ৩১ মার্চ পাঁচ দিনের সফর শেষে বঙ্গভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত