রাজধানী মহিষের গুঁতায় নারী নিহত

ঢামেক  প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০০: ২৬
প্রতীকী ছবি

রাজধানীর মগবাজার এলাকায় মহিষের গুঁতায় সাথী আক্তার (৩০) নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা হলেন—শামছু মিয়া (৫০), নাদিরা আক্তার (২৩) ও তাঁর স্বামী মো. রনি (৩০)।

আহত নাদিরার ভাই মো. নাহিদ জানান, সন্ধ্যার দিকে একটি মহিষ ছুটে এসে তাঁদের আমবাগানের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় নারী-পুরুষসহ কয়েকজনকে গুঁতা মেরে দৌড়ে চলে যায়। এতে তাঁর বোন নাদিরা, তাঁর স্বামী রনিসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত হন সাথী আক্তার নামের এক নারী। তাঁকে দ্রুত ঢাকা কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

মহিষটি মগবাজার পাগলামাজার এলাকা থেকে ছুটে এসেছে বলে জানান আনোয়ার হোসেন নামের এক স্থানীয় ব্যক্তি।

হাতিরঝিল থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, ‘জানতে পেরেছি মগবাজার আমবাগান এলাকায় মহিষের গুঁতায় একজন মারা গেছেন। কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত