শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ভেতর থেকে বদ্ধ ঘর থেকে এক ব্যবসায়ীর গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মাথা ও মুখ রক্তাক্ত ছিল। আজ সোমবার দুপুরে শ্রীপুর পৌর শহরের বহুতল ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যবসায়ীর নাম হারুন অর রশিদ (৩৩)। তিনি তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের আব্দুল হকের ছেলে। মাওনা চৌরাস্তা ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের রুপসাগর কসমেটিক এন্ড গিফট কর্নার নামে একটি দোকান পরিচালনা করতেন। শ্রীপুরের পৌর শহরে ভাড়া বাসায় থাকতেন।
ওই টাওয়ারের দোকানি সাইফুল আলম বলেন, ‘আজ সকালে দোকান খোলার জন্য এক কর্মচারী তাঁর (হারুন অর রশিদ) বাসায় যায় চাবি আনতে। গিয়ে দরজা বন্ধ পায়। এরপর সে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিককে খবর দেয়। এরপর বাড়ির মালিক এসে দরজার গ্রিলের ফাঁক দিয়ে ঘরের মেঝেতে তাঁকে পড়ে থাকতে দেখে। এরপর নিহতের ভাই নবী হোসেন এসে ঘরের দরজা ভেঙে মরদেহ দেখতে পায়।’
মৃত ব্যবসায়ীর পরিবারের ধারণা, সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করার সময় গামছা ছিঁড়ে নিচে পড়ে যায়। এ থেকে মাথা ও মুখে আঘাত পেয়ে জখম হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, যেহেতু মরদেহটি আঘাতপ্রাপ্ত রক্তাক্ত ছিল। সেই বিষয়টি মাথায় রেখে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
গাজীপুরের শ্রীপুরে ভেতর থেকে বদ্ধ ঘর থেকে এক ব্যবসায়ীর গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মাথা ও মুখ রক্তাক্ত ছিল। আজ সোমবার দুপুরে শ্রীপুর পৌর শহরের বহুতল ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যবসায়ীর নাম হারুন অর রশিদ (৩৩)। তিনি তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের আব্দুল হকের ছেলে। মাওনা চৌরাস্তা ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের রুপসাগর কসমেটিক এন্ড গিফট কর্নার নামে একটি দোকান পরিচালনা করতেন। শ্রীপুরের পৌর শহরে ভাড়া বাসায় থাকতেন।
ওই টাওয়ারের দোকানি সাইফুল আলম বলেন, ‘আজ সকালে দোকান খোলার জন্য এক কর্মচারী তাঁর (হারুন অর রশিদ) বাসায় যায় চাবি আনতে। গিয়ে দরজা বন্ধ পায়। এরপর সে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিককে খবর দেয়। এরপর বাড়ির মালিক এসে দরজার গ্রিলের ফাঁক দিয়ে ঘরের মেঝেতে তাঁকে পড়ে থাকতে দেখে। এরপর নিহতের ভাই নবী হোসেন এসে ঘরের দরজা ভেঙে মরদেহ দেখতে পায়।’
মৃত ব্যবসায়ীর পরিবারের ধারণা, সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করার সময় গামছা ছিঁড়ে নিচে পড়ে যায়। এ থেকে মাথা ও মুখে আঘাত পেয়ে জখম হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, যেহেতু মরদেহটি আঘাতপ্রাপ্ত রক্তাক্ত ছিল। সেই বিষয়টি মাথায় রেখে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ধানখেতে পানি দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম শিলা বেগম। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ছয় ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ফলসী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল
৬ মিনিট আগেমৌলভীবাজারে এম শাহজাহান আহমদ নামের এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের সদর হাসপাতাল জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
১৪ মিনিট আগেনারীর পোশাক নয়, ধর্ষণের অন্যতম কারণ পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি—এমনটাই মত প্রকাশ করেছেন বিভিন্ন নারী অধিকার কর্মীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দেন। তারা সমাজে নারী-পুরুষের সমতা, সামাজিক
২২ মিনিট আগেনরসিংদীর মনোহরদীতে রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে খিদিরপুর ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘এলাকার মাদকসেবীরা এ ঘটনা ঘটাতে পারে। কলেজের শহীদ মিনারে আমরা যে এসএসজাতীয় (স্টেইনলেস স্টিল) পাইপ ব্যবহার করেছি, তা অনেক দামি। শহীদ মিনারের কিছু অংশ ভেঙে...
৩৩ মিনিট আগে