Ajker Patrika

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: জাহাজের মাস্টারসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৬: ২৪
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: জাহাজের মাস্টারসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এমভি রূপসী-৯ কার্গো জাহাজের মাস্টার রমজান আলী শেখসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার নৌ-আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নারায়ণগঞ্জ বন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। 

পরোয়ানাভুক্ত অপর আসামিরা হলেন, কার্গো জাহাজের মাস্টার মো. নুরুল আলম, ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. নাদিম হোসেন, লস্কর মো. সুমন হোসেন, মো. ইয়াসিন, সুকানী মো. জাহিদুল ইসলাম, গ্রীজার মো. রিয়াদ হোসেন। 

নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন আজকের পত্রিকাকে জানান, নৌ আইনে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দ্রুতগতিতে নৌযান চালিয়ে প্রাণহানির অভিযোগ আনা হয়েছে এই মামলায়। 

গত রোববার দুপুর ১টা ৫৮ মিনিটে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে এম ভি আফসার উদ্দিন নামে যাত্রীবাহী লঞ্চটি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর ২টা ২০ মিনিটে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে রূপসী ৯ নামে একটি পণ্যবাহী কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এ সময় নদীতে লাফিয়ে পড়ে অধিকাংশ যাত্রী তীরে উঠলেও নিখোঁজ হন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত নদী থেকে নারী ও শিশুসহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

 এ ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে গতকাল সোমবার। ওই মামলায় দায়িত্বে অবহেলা জনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। এই আট আসামিকে বন্দর থানার ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত