Ajker Patrika

রাজধানীর মিরপুরে মধ্যরাতে সড়কে গুলিবিদ্ধ ভাই-বোন

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ১৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে মধ্যরাতে রাস্তায় গুলিবিদ্ধ হয়েছেন ভাই-বোন। তাদের একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধদের অভিযোগ, স্থানীয় এক ছিনতাইকারীকে আটকে পুলিশে দেওয়ার কারণে শত্রুতাবশত এ ঘটনা ঘটানো হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের ই-ব্লকের ১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁদের দুজনকে আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ভাইকে ভর্তি নিয়ে বোনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আহতেরা হলেন মো. জসিম উদ্দিন (৪৪) ও তাঁর বোন শাহিনুর বেগম (৩২)।

আহত জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তিনি পরিবার নিয়ে গাজীপুরের কাশিমপুর এলাকায় থাকেন। সেখানে তাঁর ফার্নিচারের ব্যবসা আছে। মিরপুরের তাঁর বোন শাহিনুর থাকেন। এক সপ্তাহ আগে তিনি গাজীপুর থেকে বোনের বাসায় আসেন।

জসিম উদ্দিন বলেন, ‘পাঁচ দিন আগে এলাকায় সোহাগ নামে এক ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দেই। তখন তর সহযোগীরা আমাকে হুমকি দিতে থাকে। গত রাতে শবে বরাতের নামাজ পড়ে বাসার সামনে এলে সোহাগের বিষয় নিয়ে এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজ সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুল আমাকে গুলি করে।’

তিনি আরও বলেন, ‘সংবাদ পেয়ে আমার বোন শাহিনুর বাসা থেকে বের হয়ে ওদের ধরতে গেলে তাঁকেও গুলি করে পালিয়ে যায় তারা। পরে আমাদেরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে (শনিবার) দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে শহিদুলের দুই পায়ে হাঁটুর নিচে ও শাহিনুর বেগমের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। আহত জসিম উদ্দিনকে ভর্তি করা হয়েছে এবং শাহিনুরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার সংবাদ পেয়েছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত