Ajker Patrika

প্রতিপক্ষের হাত পা বেঁধে বলা হচ্ছে লড়াই করতে: জোনায়েদ সাকি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতিপক্ষের হাত পা বেঁধে বলা হচ্ছে লড়াই করতে: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘প্রতিপক্ষের হাত পা বেঁধে বলা হচ্ছে লড়াই করতে।’

আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জে জেলা ছাত্র ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন চাষাঢ়া শহীদ মিনারে সংগঠনটির সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এ সময় জোনায়েদ সাকী বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতারা আজকাল কথায় কথায় খেলতে চায়। মানে মারামারি করতে চায়। কিন্তু তারা প্রতিপক্ষের হাত পা বেঁধে আর নিজেদের পক্ষে পুলিশ র‍্যাব নামিয়ে বলে আসো লড়াই করতে। এই হচ্ছে ক্ষমতাসীন দলের শক্তি। একটা দল তাদের নৈতিক শক্তি হারিয়ে ফেললেই পুলিশের সহায়তা নিয়ে টিকে থাকতে বাধ্য হয়। মানুষের ভোট কেড়ে নিয়ে, মানুষকে গুন্ডা আর পুলিশের ভয় দেখানো কোনো সভ্য শাসন ব্যবস্থা নয়। এই শাসন ব্যবস্থা কোনোভাবেই টিকবে না।’ 


সম্মেলনে জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ফারহানা মুনা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজয় সাহা। কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি সাইদুর রহমান, মোমেন হাসান প্রান্ত, সহসাধারণ সম্পাদক ইউশা ইসলাম, তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক সৌরভ সেন, অর্থ সম্পাদক মৌমিতা আক্তার, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক সায়হাম আযমি, দপ্তর সম্পাদক সাকিব হাসান সানি, প্রচার সম্পাদক অপূর্ব রায়, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইসমাঈল ইসলাম, কার্যকরী সদস্য ওয়াজিদ শিশির অভি, সিনহা আক্তার বর্ষা, ইলিয়াস জামান। 

অনুষ্ঠানে জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ইলিয়াস জামান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন, জেলা গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন, কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, নারী সংহতির জেলা সম্পাদক পপী রানী সরকার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত