বুয়েট শিক্ষার্থী নিহতের মামলা নিতে পুলিশের অনীহা, অভিযোগ সহপাঠীদের

ঢাবি প্রতিনিধি
Thumbnail image
বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিবৃতি দেন সহপাঠীরা। এ সময় শিক্ষার্থী নিহতের ঘটনায় সুষ্ঠু বিচারসহ পাঁচ দাবি জানান তাঁরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গাড়ির ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় মামলা নিতে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ এনেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে পাঁচ দফা দাবিসহ লিখিত এক বিবৃতি পাঠ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গাড়ির ধাক্কায় মুহতাসিম নিহত হন। একই দুর্ঘটনায় মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২) নামের বুয়েটের সিএসই বিভাগের আরও দুই শিক্ষার্থী আহত হন। মেহেদী রাজধানীর স্কয়ার হাসপাতালে ও অমিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এদিকে বিবৃতি পাঠাকালে সহপাঠী নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়ার কথা জানান তিন সহপাঠী। তাঁরা সবাই কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী।

বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে গিয়ে একপর্যায়ে তাঁরা দেখতে পান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কারটির চালক এবং তাঁর সহযাত্রীদের প্রত্যক্ষদর্শী ও পথচারীরা ঘিরে রেখেছেন।

উপস্থিত প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তাঁরা জানান, মাসুদ, অমিত ও মেহেদিকে তাঁদের পরিচয় নিশ্চিত করার জন্য নীলা মার্কেট মোড়ে কর্তব্যরত পুলিশ দাঁড় করায়। এ সময় পেছন থেকে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে স্থির দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলসহ তিনজনকে আঘাত করে। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন মুবিন আল মামুন। তাঁর সঙ্গে ছিলেন মিরাজুল করিম ও আসিফ চৌধুরী।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, চালক মুবিন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল মামুনের ছেলে। শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছালে চালকের বাবাকেও সেখানে দেখেন। পরে তাঁরা প্রাইভেট কারে অ্যালকোহল ও মাদকজাতীয় নেশাদ্রব্য দেখেন।

মামলা নিতে অনীহার অভিযোগ

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। পুলিশ প্রাইভেট কারের চালকসহ তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে রূপগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং পরে তাঁদের রূপগঞ্জ থানায় নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরাও তাঁদের সঙ্গে থানায় পৌঁছান। থানায় ঘটনার বিবরণ জানার পর কর্তব্যরত এসআই মামলা নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন।

সহপাঠী নিহতের ঘটনায় সুষ্ঠু বিচারসহ পাঁচ দাবি জানান তাঁরা। ছবি: আজকের পত্রিকা
সহপাঠী নিহতের ঘটনায় সুষ্ঠু বিচারসহ পাঁচ দাবি জানান তাঁরা। ছবি: আজকের পত্রিকা

পরদিন সকালে আরও একদল শিক্ষার্থী বুয়েটের কয়েকজন শিক্ষক, প্রধান নিরাপত্তাকর্মীসহ থানায় যান। তখন থানায় কোনো ওসি ছিলেন না এবং যোগাযোগের চেষ্টা করা হলে তিনি দেরি করতে থাকেন। ঘণ্টাখানেক পর ওসি থানায় আসেন এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন।

বুয়েট শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, এ সময় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুন এবং চালকের পরিবারের লোকজন বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। অভিযুক্তের মা নানাভাবে শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেবেন বলে জানান।

শিক্ষার্থীদের ৫ দাবি

১. যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ;

২. আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদীপক্ষকে বহন করতে হবে;

৩. নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদীপক্ষকে বাধ্য করতে হবে;

৪. তদন্ত কার্যক্রমে বাধাদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে

৫. সড়ক দুর্ঘটনার কারণে আর কারও প্রাণ যেন না যায়, সড়কে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য, নিহত মুহতাসিমের বাবা সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। এ ঘটনায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে মুবিন আল মামুন, পীরেরবাগের রিজওয়ানুল করিমের ছেলে মিরাজুল করিম (২২) ও উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরীকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যৌন সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি: আজিজুল হক কলেজের শিক্ষক নেতাকে বদলি

সিএসইতে লেনদেনের সময় পরিবর্তন, শেয়ারবাজারে কারসাজির আশঙ্কা

ওবায়দুর হত্যা: গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে বিশেষ অতিথি করে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

ভিসা জটিলতায় ভ্রমণকর হারাচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত