ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে আলোচিত অর্থোপেডিক চিকিৎসক শাহিন আক্তার জোয়ারদারের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি নার্সিং শিক্ষার্থী মোত্তাকিমকে (২০) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে মোত্তাকিমকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার পরদিন তাঁর বাবা ও মাকে গ্রেপ্তার করে পুলিশ।
নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মোত্তাকিম শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মো. আলমগীরের ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন করছেন। এ ছাড়া তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কোতোয়ালি থানার পুলিশের একটি দল মোত্তাকিমকে গতকাল মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছয় আসামির মধ্যে তাঁর বাবা–মাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর দুপুরে হামলার শিকার হন হাসপাতালটির চিকিৎসক ও মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহিন আক্তার জোয়ারদার। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ট্রমা বিভাগ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ইন্টার্ন নার্স মোত্তাকিম তাঁকে ধাক্কা দেন। এর জেরে আধা ঘণ্টা পর ৮-১০ জন বহিরাগত নিয়ে তাঁর ওপর হামলা চালান মোত্তাকিম। এ সময় চিকিৎসক মাটিতে পড়ে গেলে লোহার রড দিয়ে পেটান হামলাকারীরা। এতে তাঁর দুটি দাঁত ভেঙে যায় এবং ঠোঁট কেটে যায়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা। পরে মোত্তাকিমের মা ওই হাসপাতালের সিনিয়র নার্স জোবায়দা গুলশান, বাবা আলমগীর হোসেনসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
ফরিদপুরে আলোচিত অর্থোপেডিক চিকিৎসক শাহিন আক্তার জোয়ারদারের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি নার্সিং শিক্ষার্থী মোত্তাকিমকে (২০) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে মোত্তাকিমকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার পরদিন তাঁর বাবা ও মাকে গ্রেপ্তার করে পুলিশ।
নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মোত্তাকিম শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মো. আলমগীরের ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন করছেন। এ ছাড়া তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কোতোয়ালি থানার পুলিশের একটি দল মোত্তাকিমকে গতকাল মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছয় আসামির মধ্যে তাঁর বাবা–মাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর দুপুরে হামলার শিকার হন হাসপাতালটির চিকিৎসক ও মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহিন আক্তার জোয়ারদার। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ট্রমা বিভাগ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ইন্টার্ন নার্স মোত্তাকিম তাঁকে ধাক্কা দেন। এর জেরে আধা ঘণ্টা পর ৮-১০ জন বহিরাগত নিয়ে তাঁর ওপর হামলা চালান মোত্তাকিম। এ সময় চিকিৎসক মাটিতে পড়ে গেলে লোহার রড দিয়ে পেটান হামলাকারীরা। এতে তাঁর দুটি দাঁত ভেঙে যায় এবং ঠোঁট কেটে যায়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা। পরে মোত্তাকিমের মা ওই হাসপাতালের সিনিয়র নার্স জোবায়দা গুলশান, বাবা আলমগীর হোসেনসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
রমজান মাসের শেষ দিকে রাজধানীর যানজট আরও প্রকট হয়েছে; বিশেষ করে অফিস ছুটির পর। ব্যস্ত সড়কগুলোতে যানবাহন এক মিনিট চললে ১৫ মিনিট নিশ্চল থাকছে। ১০ মিনিটের পথ যেতে পার হচ্ছে ঘণ্টা। যানজটে আটকে অফিসফেরত দূরের যাত্রীদের অনেককে বাসার পরিবর্তে পথেই যানবাহনে ইফতার সারতে হচ্ছে। দিনে দিনে জট বাড়ছে।
৫ ঘণ্টা আগেমসলিন, জামদানি, তাঁত, বুটিক, বাটিক, ব্লক, সুতি কিংবা সিল্ক—সব ধরনের শাড়ির সম্মিলনস্থল হিসেবে বেইলি রোডের পরিচিতি অনেক দিনের। যাঁরা শাড়ি পরতে এবং কিনতে ভালোবাসেন, বেইলি রোডের শাড়ির দোকানগুলো তাঁদের কাছে বেশ প্রিয়। দেশের কারিগরদের তাঁতে বোনা হালকা শাড়ির পাশাপাশি ভারতীয় জমকালো শাড়িও মেলে এসব দোকানে।
৬ ঘণ্টা আগেপাবনার আমিনপুর থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ এম রফিক উল্লাহকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ মার্চ থেকে তিনি কারাগারে।
৬ ঘণ্টা আগেবরিশালের ৮টি বালুমহাল বাগিয়ে নিতে ইজারার দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয়ের বাইরে থেকে একজনকে উঠিয়ে নিয়ে যায় তারা।
৬ ঘণ্টা আগে