Ajker Patrika

ছাত্রকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৩৭
ছাত্রকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের যাবজ্জীবন

রাজধানীর দক্ষিণখান থানার সরদার বাড়ি আলকাসিম মারকাজুত তাহফিজ মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. হাসমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক সামছুন্নাহার এ রায় দেন।

কারাদণ্ডের পাশাপাশি মাদ্রাসাশিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে। 

ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আসগর স্বপন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা মূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৬ নভেম্বর মাদ্রাসার ৯ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন হাসমত আলী। বিষয়টি কাউকে না জানাতে ছাত্রকে হুমকি দেন তিনি। পরে শিশুটি ঘটনার কথা তার মাকে জানায়। শিশুটির মা বাদী হয়ে ওই বছর ১ ডিসেম্বর দক্ষিণখান থানায় মামলা করেন।

মামলাটি তদন্তের পর দক্ষিণখান থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম আসামি হাসমত আলীকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত