কিশোরগঞ্জ প্রতিনিধি
সারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ে কিশোরগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে বাদ জুমা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি বের করা হয়।
গণমিছিলে কয়েক হাজার ছাত্র-ছাত্রী ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। গণমিছিল থেকে ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আমার ভাই মরল কেন, জবাব চাই দিতে হবে’, ‘স্বৈরাচার স্বৈরাচার, শেখ হাসিনা স্বৈরাচার’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এ সময় তাঁরা ‘কে বলে? বাংলা ছাড়, এই মুহূর্তে গদি ছাড়’, ‘সম্পদের হিসাব পরে, লাশের হিসাব আগে’ ইত্যাদি নানা স্লোগান সংবলিত ফেস্টুন বহন করেন।
গণমিছিলটি শহরের গৌরাঙ্গবাজার মোড়, স্টেশন রোড, কালীবাড়ী মোড়, বটতলা মোড় হয়ে গুরুদয়াল সরকারি কলেজ, হারুয়া, আখড়া বাজার ও ঈশাখাঁ রোড দিয়ে পুনরায় গৌরাঙ্গবাজার মোড় হয়ে ইসলামিয়া সুপার মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে কোটাবিরোধী আন্দোলনের কিশোরগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অভি চৌধুরীসহ কয়েকজন বক্তব্য রাখেন।
তাঁরা বক্তব্যে বলেন, ছাত্রসমাজের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। কোনো দমন-পীড়নের মাধ্যমে ছাত্রসমাজকে দমিয়ে রাখা যাবে না।
এদিকে গণমিছিলকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশ জেলা আওয়ামী লীগ ও কিশোরগঞ্জ সদর মডেল থানা ঘিরে রাখে। এ ছাড়া শহরে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।
ছবির ক্যাপশনে-ছাত্র-জনতার গণমিছিলে বিক্ষোভ প্রদর্শন। ছবি আজকের পত্রিকা।
সারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ে কিশোরগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে বাদ জুমা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি বের করা হয়।
গণমিছিলে কয়েক হাজার ছাত্র-ছাত্রী ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। গণমিছিল থেকে ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আমার ভাই মরল কেন, জবাব চাই দিতে হবে’, ‘স্বৈরাচার স্বৈরাচার, শেখ হাসিনা স্বৈরাচার’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এ সময় তাঁরা ‘কে বলে? বাংলা ছাড়, এই মুহূর্তে গদি ছাড়’, ‘সম্পদের হিসাব পরে, লাশের হিসাব আগে’ ইত্যাদি নানা স্লোগান সংবলিত ফেস্টুন বহন করেন।
গণমিছিলটি শহরের গৌরাঙ্গবাজার মোড়, স্টেশন রোড, কালীবাড়ী মোড়, বটতলা মোড় হয়ে গুরুদয়াল সরকারি কলেজ, হারুয়া, আখড়া বাজার ও ঈশাখাঁ রোড দিয়ে পুনরায় গৌরাঙ্গবাজার মোড় হয়ে ইসলামিয়া সুপার মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে কোটাবিরোধী আন্দোলনের কিশোরগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অভি চৌধুরীসহ কয়েকজন বক্তব্য রাখেন।
তাঁরা বক্তব্যে বলেন, ছাত্রসমাজের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। কোনো দমন-পীড়নের মাধ্যমে ছাত্রসমাজকে দমিয়ে রাখা যাবে না।
এদিকে গণমিছিলকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশ জেলা আওয়ামী লীগ ও কিশোরগঞ্জ সদর মডেল থানা ঘিরে রাখে। এ ছাড়া শহরে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।
ছবির ক্যাপশনে-ছাত্র-জনতার গণমিছিলে বিক্ষোভ প্রদর্শন। ছবি আজকের পত্রিকা।
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে রাজধানীর আদাবর থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৪৩ মিনিট আগেমাগুরায় নোমান মণ্ডল (৪১) নামের এক মোটর শ্রমিকনেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মঘী ইউনিয়নের জাগলা এলাকার চারা বটতলা জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট সড়কের ফিশারি এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-৬ নম্বরে বাটার শো-রুমে লাগা আগুন এরই গোডাউন থেকে ছড়িয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানের কর্মচারী ও ফায়ার সার্ভিস। আগুন নেভানোতে এত বেশি সময়ের কারণ হিসেবে চামড়া ও চামড়াজাত পণ্য পোড়া প্রকট গন্ধ ও অতিরিক্ত ধোঁয়াকে দায়ী করছেন তারা। তবে এ ঘটনায় দোতলা ভবনটির নিচ তলায় পুড়লেও দোতলার রেস্তোরাঁর...
১ ঘণ্টা আগে