Ajker Patrika

টঙ্গীতে বিদ্যুৎ কর্মীদের মারধর, ছাত্রলীগ নেতা আটক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে বিদ্যুৎ কর্মীদের মারধর, ছাত্রলীগ নেতা আটক

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করে উল্টো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) তিন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। আজ সোমবার টঙ্গীর শৈলারগাতি এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ডেসকোর পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরে পুলিশ অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে আটক করে। 

অভিযুক্ত মুজাহিদ হোসেন (২৫) গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। 

মারধরে আহতরা হলেন–ডেসকোর টেকনিক্যাল সুপারভাইজার শহিদুল ইসলাম, লাইনম্যান মোল্লা ও তাদের সহযোগী বাবু শেখ। ঘটনার পরে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ডেসকো ও পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীর শৈলারগাতি এলাকার বাসিন্দা ছাত্রলীগ নেতা মুজাহিদ হোসেন গত ১৫ মাস ধরে নিজের বাড়ির বিদ্যুতের বিল পরিশোধ করেনি। বকেয়া বিল পরিশোধ না করায় আজ সোমবার দুপুরে ডেসকোর পক্ষ থেকে তার সংযোগটি বিচ্ছিন্ন করতে যান তিন বিদ্যুৎকর্মী। এ সময় ছাত্রলীগ নেতা মুজাহিদ ও তার সঙ্গে থাকা পাঁচজন সহযোগী বিদ্যুৎ কর্মীদের মারধর করেন। পরে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ ফোন করলে পুলিশ আহত বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

ডেসকো টঙ্গী সেন্ট্রাল জোন (চেরাগ আলী) নির্বাহ প্রকৌশলী মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় থানায় এসেছি। মামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।’ 

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ছাত্রলীগ নেতাকে থানায় এনে জিজ্ঞাসা করা হচ্ছে। ডেসকোর পক্ষ থেকে মামলা করলে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার ছাত্রলীগ নেতা মুজাহিদকে আদালতে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত