Ajker Patrika

রাজবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজবাড়ীর কালুখালীতে তিন শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার হরিণবাড়িয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আটক আব্দুল্লাহ আল মামুন (৩৩) খুলনা জেলার পাইকগাছা থানার সোনাতনকাঠি গ্রামের বাসিন্দা।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগের বরাতে তিনি বলেন, ‘হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কাওমি মাদ্রাসায় ওই তিন শিশু লেখাপড়া করে। মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে তারা থাকে।

শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ওই তিন শিশুকে তিন মাসের বেশি সময় ধরে বিভিন্ন বাহানায় তাঁর রুমে ডেকে ধর্ষণের চেষ্টা করেন। ভয়ে শিশুরা পরিবারকে কিছু না জানালেও স্থানীয়রা টের পেয়ে শিক্ষককে আটক করলে তিনি দোষ স্বীকার করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এক শিশুর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে মামলা করার পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত