গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অনেক প্রার্থী। তাঁদের মধ্যে রয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, মহানগর সদর মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজমত উল্লাহ খান সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সব নেতা-কর্মী আমার সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছেন। নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশা আল্লাহ।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গাজীপুর নগরবাসী চায় একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সিটি করপোরেশন গঠিত হোক। আমি নির্বাচিত হলে অনিয়ম ও দুর্নীতিমুক্ত জনকল্যাণমুখী একটি প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশনকে গড়ে তুলব।’
এক প্রশ্নের জবাবে আজমত উল্লাহ বলেন, এখানে যে কেউ প্রার্থী হতে পারেন। সিটি নির্বাচনের সব বিষয় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখানে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে। এসব বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করবে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অনেক প্রার্থী। তাঁদের মধ্যে রয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, মহানগর সদর মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজমত উল্লাহ খান সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সব নেতা-কর্মী আমার সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছেন। নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশা আল্লাহ।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গাজীপুর নগরবাসী চায় একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সিটি করপোরেশন গঠিত হোক। আমি নির্বাচিত হলে অনিয়ম ও দুর্নীতিমুক্ত জনকল্যাণমুখী একটি প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশনকে গড়ে তুলব।’
এক প্রশ্নের জবাবে আজমত উল্লাহ বলেন, এখানে যে কেউ প্রার্থী হতে পারেন। সিটি নির্বাচনের সব বিষয় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখানে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে। এসব বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করবে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
১৭ মিনিট আগে৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ মিনিট আগেজামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দিয়েছে। এই মৌসুমে একদিকে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবজি গাছ মরে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, এই সময়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তাঁরা।
২১ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা-পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে...
২৩ মিনিট আগে