Ajker Patrika

নারায়ণগঞ্জে যুবদলের মশাল মিছিলের পর গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ২২: ৫০
নারায়ণগঞ্জে যুবদলের মশাল মিছিলের পর গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় হরতাল সমর্থনে জেলা যুবদল মশাল মিছিল করেছে। মিছিলের পর তিনটি ট্রাকসহ অন্তত ১০–১৫টি যানবাহন ভাঙচুর করা হয়।

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফতুল্লার পঞ্চবটি মুক্তারপুর সড়কের ভোলাইল এলাকায় এই ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদকে আটক করেছে পুলিশ। 

নারায়ণগঞ্জের ফতুল্লায় হরতাল সমর্থনে জেলা যুবদলের মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকাপ্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা যুবদলের অর্ধশত কর্মী সড়কের এনআর গার্মেন্টস থেকে বিসিক এলাকা পর্যন্ত মিছিল ও ভাঙচুর চালায়। সড়কে তাঁদের সামনে আসা অন্তত ১০–১৫টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। এ সময় শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যানের চাকায় আগুন দেয় তাঁরা। এ ছাড়া জ্বালানি তেলবাহী একটি ট্রাক ও সড়ক সংস্কার কাজে রাখা এস্কেভেটরে আগুন দেওয়ার চেষ্টা করে। 

নারায়ণগঞ্জের ফতুল্লার সড়কে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকাপ্রায় ১০ মিনিট ধরে সড়কে তাণ্ডব চালানো হয়। পরে সড়কের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তাঁরা। খবর পেয়ে ফতুল্লা থানা–পুলিশের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আটক করে থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদকে। 

প্রত্যক্ষদর্শী ফুটপাত ব্যবসায়ী আজিজুল বলেন, ‘৫০ জনের মতো মানুষ রাস্তাঘাটে যত গাড়ি পাইসে সব ভাঙচুর করছে। অটোরিকশা, ট্রাক, কাভার্ডভ্যান সবগুলার কাচ ভাঙছে। দুই, তিনটা গাড়িতে পেট্রল বোমা মারছিল। কিন্তু ওইগুলা ঠিকমতো আগুন ধরাইতে পারে নাই। নিভায়া ফেলসে গাড়ির লোকজন।’ 

ট্রাকের কাচ ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকাঢাকা মুন্সিগঞ্জ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের একজন শ্রমিক বলেন, ‘আমাদের এস্কেভেটর গাড়ি পুড়ায়া দিতে নিসিল। আমরা নিভায়া ফেলসি। গাড়ির কাছ ভাঙচুর কইরা গেছে গা। যাওয়ার আগে রাস্তায় পেট্রল ঢাইলা আগুন দিয়া গেছে।’

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, রাতে ভোলাইল এলাকায় কয়েকটি ট্রাক–গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপির কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যায়। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত