নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ অস্ত্র রাখার অভিযোগে করা মামলায় ১৭ বছরের সাজা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার তাঁর আপিল মঞ্জুর করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মণির। রায়ের পর তিনি সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বাবরকে বাধ্য করা হয়েছিল। তিনি কোনোভাবেই সাক্ষ্য দিতে রাজি হননি। রাজি না হওয়ার কারণে পরে তাঁকে সবগুলো মামলায় আসামি করা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় আসামি করেছে। এই মামলায় গ্রেপ্তার করে বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে আসামি করা হয়েছে তাঁকে।
শিশির মণির বলেন, আদালত বলেছেন, মামলাটি করা হয়েছে অবৈধ প্রক্রিয়ায়। এই রায়ের মধ্য দিয়ে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে কোনো আদালতে আর সাজা থাকল না। তাঁর নির্বাচন করতে আর কোনো বাধা নেই।
সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে বাবরের গুলশানের বাসার শোওয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের অভিযোগে একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় মামলাটি করা হয়। বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন।
অবৈধ অস্ত্র রাখার অভিযোগে করা মামলায় ১৭ বছরের সাজা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার তাঁর আপিল মঞ্জুর করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মণির। রায়ের পর তিনি সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বাবরকে বাধ্য করা হয়েছিল। তিনি কোনোভাবেই সাক্ষ্য দিতে রাজি হননি। রাজি না হওয়ার কারণে পরে তাঁকে সবগুলো মামলায় আসামি করা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় আসামি করেছে। এই মামলায় গ্রেপ্তার করে বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে আসামি করা হয়েছে তাঁকে।
শিশির মণির বলেন, আদালত বলেছেন, মামলাটি করা হয়েছে অবৈধ প্রক্রিয়ায়। এই রায়ের মধ্য দিয়ে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে কোনো আদালতে আর সাজা থাকল না। তাঁর নির্বাচন করতে আর কোনো বাধা নেই।
সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে বাবরের গুলশানের বাসার শোওয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের অভিযোগে একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় মামলাটি করা হয়। বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন।
লক্ষ্মীপুরে দুই গ্রুপের গোলাগুলিতে আদিবা খাতুন (৭) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যার পর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকার কাচারি বাড়ি এলাকায় স্থানীয় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই গোলাগুলি হয়।
৮ ঘণ্টা আগেকুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেরাজশাহীর তানোরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম নেকশার আলী (৩৫)। তিনি উপজেলার রাতৈল গ্রামের বাসিন্দা।
৮ ঘণ্টা আগেবাংলাদেশে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার কৃতী সন্তানদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় হান্নান এ মন্তব্য করেন।
৮ ঘণ্টা আগে