অক্টোবরে উদ্বোধন ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প: শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৪৭
Thumbnail image

নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের কাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে। দৈনিক ২ হাজার ৮০০ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন কারখানাটি অক্টোবরের শেষ দিকে পরীক্ষামূলক উৎপাদনে আসবে বলে জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আজ বুধবার প্রকল্প এলাকা পরিদর্শন ও সার কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

শিল্পমন্ত্রী বলেন, চলমান গ্যাসের সংকটের সমাধান শেষ করেই দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানার উদ্বোধন করা হবে। এটি উদ্বোধন হলে দেশের অভ্যন্তরের সারের ঘাটতি পূরণের পাশাপাশি স্বয়ংসম্পূর্ণ হবে। আগামী অক্টোবরের শেষ দিকে সার কারখানাটি উদ্বোধনের কথা রয়েছে।

পরিদর্শনকালে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব জাকিয়া সুলতানা, প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিকসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত