Ajker Patrika

কনের শখ পূরণে ৬ কিলোমিটার দূরত্বে হেলিকপ্টারে এলেন বর 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৮: ১৭
কনের শখ পূরণে ৬ কিলোমিটার দূরত্বে হেলিকপ্টারে এলেন বর 

কনে মেহেরুন আক্তারের শখ ছিল তাঁকে নিতে বর আসবেন হেলিকপ্টারে চড়ে। শখের কথা জানান বর আল আমিন শ্রাবণকে। জীবনসঙ্গী হতে যাওয়া স্ত্রীর আবদার পূরণে রাজি হয়ে যান তিনি। নিজ বাড়ি থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্বে হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যান। 

আজ বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যান বর। ব্যতিক্রমী এই যাত্রায় খবর পেয়ে আশপাশের এলাকার মানুষ ভিড় জমান সেখানে। 

বরের বন্ধু আতাউর রহমান বলেন, রূপসী এলাকার আতরুদ্দিনের ছেলে আল আমিন শ্রাবণের সঙ্গে হীরাঝিল এলাকার মেহেরুন আক্তার হীরার বিয়ে ঠিক হয়। তাঁর স্ত্রী হীরা চেয়েছিলেন তাঁর বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসুক। তাই স্ত্রীর শখ পূরণে রাজি হন শ্রাবণ। 

হেলিকপ্টারে বরযাত্রার খবর পেয়ে রূপসী এলাকায় ভিড় করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকাএদিন হেলিকপ্টারে বরযাত্রার খবর পেয়ে রূপসী এলাকায় শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ মাঠে ভিড় জমায়। 

যাত্রার বিষয়ে শ্রাবণ বলেন, ‘এটা শুধু আমার স্ত্রীর একার শখ নয়, আমার মা-বাবাও চেয়েছেন আমি তাঁর শখ পূরণ করি। আমি আমার শুভদিনে কাজটি করতে পেরেছি এ জন্য আলহামদুলিল্লাহ।’ 

নিজের ব্যতিক্রমী শখের বিষয়ে কনে হীরা বলেন, ‘ছোটবেলা থেকে শখ ছিল, আমার বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসবে। এখন আমাকে হেলিকপ্টারে নিয়ে যাবে। বিষয়টি সত্যি হতে যাচ্ছে দেখে ভালো লাগছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত