Ajker Patrika

কাপাসিয়ার চাঁদপুর বাজারে আগুনে পুড়ল ২৯ দোকান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
কাপাসিয়ার চাঁদপুর বাজারে আগুনে পুড়ল ২৯ দোকান

গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর বাজারের ২৯টি দোকান আগুনে পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে তাঁদের ৫-৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

আজ শনিবার বিকেল ৫টার দিকে বাজারের একটি এলপি গ্যাস ও জ্বালানি তেলের দোকানে প্রথম আগুন লাগে। এ সময় আগুন আশপাশের দোকানে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে গাজীপুর ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে বাজার ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসে খবর দিলেও তারা দেরিতে পৌঁছানোর জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। 

এ বিষয়ে চাঁদপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সোলায়মান মোড়ল জানান, এই বাজার প্রায় ৫০০টি দোকান আছে। আজ বিকেল পাঁচটার দিকে বাজারের খাঁন ট্রেডার্স নামের একটি এলপি গ্যাস ও জ্বালানি তেলের দোকানে প্রথম আগুন লাগে। পরে গ্যাস ও তেলের সংমিশ্রণে আগুন মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রশাসনের কাছে জোড় দাবি জানান। 

তিনি জানান, আগুনে তাঁদের ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস আরও আগে আসলে এই ক্ষতি কিছুটা কমানো যেত। 

চাঁদপুর বাজারের ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন জানান, আশপাশের অন্তত ২৯টি দোকানে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি স্বর্ণের দোকান, বেশ কয়েকটি কাপড়ের দোকান, মুদি দোকান, স্টেশনারি দোকান, হার্ডওয়্যারের দোকান, মিষ্টির দোকান, ফলের দোকান ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখাও রয়েছে। 

এ বিষয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাপাসিয়া সদরের মেন রোড দিয়ে যাওয়ার সময় যানজটে অনেকক্ষণ আটকে থাকতে হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে অন্তত ৮-১০টি দোকানের আগুন নিয়ন্ত্রণে আনে। বাকি ছোট দোকানগুলো আরও আগেই পুড়ে যায়। 

খবর পেয়ে কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমানত হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম গোলাম মোর্শেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত