Ajker Patrika

নিজাম হাজারীর স্ত্রীর স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ, ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের ৮টি ফ্ল্যাট, ৫২ বিঘা জমি ও চারতলা ভবন ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর নামে থাকা শেয়ার ও ৩০টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। জব্দ হওয়া সম্পদের মধ্যে ঢাকায় ও চট্টগ্রামে ৬ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের আটটি ফ্ল্যাট রয়েছে।

এ ছাড়া খাগড়াছড়িতে ১৫ একর জমি, কেরানীগঞ্জে ৬০ শতাংশ জমি, মোহাম্মদপুরে সাড়ে ৪৯ শতাংশ জমি, গাজীপুরে ১২৭ শতাংশ জমি ও মোহাম্মদপুরে চারতলা ভবন রয়েছে। এ ছাড়া অবরুদ্ধ হওয়া অস্থাবর সম্পদের মধ্যে ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের পিস্তল রয়েছে। মেঘনা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, এফএসআইবিএল ব্যাংকের ৩০টি ব্যাংক হিসাবে ১৯ কোটি ২৯ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

এ ছাড়াও স্নিগ্ধা ওয়াটার ট্রান্সপোর্টের ১৫ হাজার শেয়ার, স্নিগ্ধা ওভারসিজে ৮০০ শেয়ার, স্নিগ্ধা ইকুইটিজে ২৫ হাজার শেয়ার ও স্নিগ্ধা ডিজাইনের ৫ হাজার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। এন এন ফিশারিজ অ্যান্ড হ্যাচারি ও ব্যবসায়িক মূলধন ৮০ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর নিজাম উদ্দিন হাজারী ও তাঁর স্ত্রী নূরজাহান বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় ঈদগাহে যাবেন না রাষ্ট্রপতি, ঈদুল ফিতরের নামাজ পড়বেন বঙ্গভবনে

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

অগ্নিবীণা এক্সপ্রেসে অবৈধ যাত্রী ওঠানোর দায়ে ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত