সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘দেশে ৩০ বছরে যে কাজ হয়নি, গত ১৫ বছরে সে উন্নয়নমূলক কাজ হয়েছে। শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসে, দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হবে। শেখ হাসিনা উন্নয়নমূলক কাজ দিয়ে আমাদের ঋণী করেছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা সে ঋণ শোধ করব।’
গতকাল বুধবার রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুরে ইউনিয়নের ইরতা এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ, বিদ্যুৎসহ দেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। দেশে প্রায় ৮০ শতাংশ কাজ হয়েছে, আর ২০ শতাংশ কাজ বাকি আছে।’
মমতাজ বেগম বলেন, ‘টাকা-পয়সা বা নাম অর্জন করার জন্য আওয়ামী লীগ করি না। দলটা করি মানুষের সেবা করার জন্য। মমতাজের নাম করার আর কী আছে? টাকা-পয়সা অর্জন বা ধান্দা করা মমতাজের কাজ না। বঙ্গবন্ধুর আদর্শ ভালো লাগে। শেখ হাসিনাকে দারুণ ভালো লাগে, তাকে অনেক ভালোবাসি, তাই আওয়ামী লীগ করি।’
৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এ উঠান বৈঠকের আয়োজন করে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. দলিল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন—জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর বাদশা, তালেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ মোল্লা, সাধারণ সম্পাদক আবু কাওসার আহম্মেদ প্রমুখ।
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘দেশে ৩০ বছরে যে কাজ হয়নি, গত ১৫ বছরে সে উন্নয়নমূলক কাজ হয়েছে। শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসে, দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হবে। শেখ হাসিনা উন্নয়নমূলক কাজ দিয়ে আমাদের ঋণী করেছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা সে ঋণ শোধ করব।’
গতকাল বুধবার রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুরে ইউনিয়নের ইরতা এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ, বিদ্যুৎসহ দেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। দেশে প্রায় ৮০ শতাংশ কাজ হয়েছে, আর ২০ শতাংশ কাজ বাকি আছে।’
মমতাজ বেগম বলেন, ‘টাকা-পয়সা বা নাম অর্জন করার জন্য আওয়ামী লীগ করি না। দলটা করি মানুষের সেবা করার জন্য। মমতাজের নাম করার আর কী আছে? টাকা-পয়সা অর্জন বা ধান্দা করা মমতাজের কাজ না। বঙ্গবন্ধুর আদর্শ ভালো লাগে। শেখ হাসিনাকে দারুণ ভালো লাগে, তাকে অনেক ভালোবাসি, তাই আওয়ামী লীগ করি।’
৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এ উঠান বৈঠকের আয়োজন করে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. দলিল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন—জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর বাদশা, তালেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ মোল্লা, সাধারণ সম্পাদক আবু কাওসার আহম্মেদ প্রমুখ।
দুটি বগি রেখে রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। ১০ কিলোমিটার দূরে হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
২৫ মিনিট আগেনোয়াখালী সদরের বিনোদপুরে তাসলিমা বেগম রোজি (৬০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের আলী আহমদ চাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির ওবায়দুল হকের স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে মহানগর বিএনপির নেতা নির্বাচিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
৯ ঘণ্টা আগেবইমেলার বাংলা একাডেমি অংশে কাব্যিক অডিওবুকের স্টল। নামেই বোঝা যায়, এখানে কাগজের কোনো সম্পর্ক নেই। স্টলে নেই কোনো বইয়ের তাক। সঙ্গে একটি মোবাইল থাকলেই হলো।
৯ ঘণ্টা আগে