কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
ইউক্রেনে রাশিয়ার হামলার পর দুই দেশের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এতে ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক প্রবাসী দম্পতির ছেলে মোহাম্মদ তায়িব (১৮)। এ নিয়ে তাঁর স্বজনেরা এখন খুবই উদ্বিগ্ন।
তায়িবের বাবা হাবিবুর রহমান আইয়ুব একজন প্রবাসী। হাবিবুরের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে।
হাবিবুরের মা গোল মেহের আজকের পত্রিকাকে বলেন, ‘তায়িব আমার বড় ছেলের ঘরের বড় নাতি। শুনছি সে বিদেশের (ইউক্রেন) হয়ে যুদ্ধ করছে। ওই দেশে যুদ্ধের ঘটনা শোনার পর থেকে আমার দুচোখে ঘুম আসে না। আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ছেলে ও নাতনিদের তুমি হেফাজত করো।’
গোল মেহের বলেন, ‘হাবিবুর আমার অনেক সাধনার ধন। সে আমার বড় ছেলে। হাবিবুর ইউক্রেনে থাকে ৩০-৪০ বছর হবে। সে ওই দেশে বিয়ে করেছে। ওই দেশে তাঁর দুইটা ছেলে হয়েছে। কিছুদিন আগে আমার ছেলে বলেছিল দেশে আসবে। যুদ্ধ লাগছে, এখন কেমনে দেশে আসবে? এখন আল্লাহ যদি তাদের হেফাজত করে।’
তায়িবের ছোট চাচা রাসেল হোসেন বলেন, ‘ইউক্রেন সরকারের যে আশ্রয় কেন্দ্র রয়েছে, আমার বড় ভাই তাঁর পরিবার নিয়ে সেখানে আশ্রয়ে রয়েছে। অনেক কষ্টে দিন কাটাচ্ছে। খেয়ে না খেয়ে খাবারের অনেক কষ্ট করছে। গত মঙ্গলবার রাতে যখন ভাইয়ের সঙ্গে কথা হয়, তখন তিনি বলছিলেন, ইউক্রেন সরকার এবং ওই দেশের বর্ডার গার্ড কাউকে ইউক্রেন থেকে অন্য দেশে যেতে দেয় না।’
রাসেল হোসেন বলেন, ‘ভাই আমাকে জানিয়েছে, তাঁর বড় ছেলে ইউক্রেনের হয়ে যুদ্ধে যোগ দিয়েছে। আমাদের চিন্তার সবচেয়ে বড় কারণ এখন তায়িব।’
রাসেল হোসেন আরও বলেন, ‘তায়িব ছোটবেলা থেকেই অনেক ডানপিটে স্বভাবের ছিল। ছোটবেলায় আমরা তাকে দেখেছি গায়ের শক্তি ও সাহসের দিক দিয়ে অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল সে। চিন্তাশীল স্বভাবের ছেলে ছিল তায়িব। নিজের চিন্তাকে প্রাধান্য দিয়ে তার বাবাকে বুঝিয়ে ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছে তায়িব। এখন যদি তাদের বাংলাদেশ সরকার দেশে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা গ্রহণ করে, তাহলে হয়তো তারা দেশে ফিরে আসতে পারবে।’
ইউক্রেনে রাশিয়ার হামলার পর দুই দেশের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এতে ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক প্রবাসী দম্পতির ছেলে মোহাম্মদ তায়িব (১৮)। এ নিয়ে তাঁর স্বজনেরা এখন খুবই উদ্বিগ্ন।
তায়িবের বাবা হাবিবুর রহমান আইয়ুব একজন প্রবাসী। হাবিবুরের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে।
হাবিবুরের মা গোল মেহের আজকের পত্রিকাকে বলেন, ‘তায়িব আমার বড় ছেলের ঘরের বড় নাতি। শুনছি সে বিদেশের (ইউক্রেন) হয়ে যুদ্ধ করছে। ওই দেশে যুদ্ধের ঘটনা শোনার পর থেকে আমার দুচোখে ঘুম আসে না। আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ছেলে ও নাতনিদের তুমি হেফাজত করো।’
গোল মেহের বলেন, ‘হাবিবুর আমার অনেক সাধনার ধন। সে আমার বড় ছেলে। হাবিবুর ইউক্রেনে থাকে ৩০-৪০ বছর হবে। সে ওই দেশে বিয়ে করেছে। ওই দেশে তাঁর দুইটা ছেলে হয়েছে। কিছুদিন আগে আমার ছেলে বলেছিল দেশে আসবে। যুদ্ধ লাগছে, এখন কেমনে দেশে আসবে? এখন আল্লাহ যদি তাদের হেফাজত করে।’
তায়িবের ছোট চাচা রাসেল হোসেন বলেন, ‘ইউক্রেন সরকারের যে আশ্রয় কেন্দ্র রয়েছে, আমার বড় ভাই তাঁর পরিবার নিয়ে সেখানে আশ্রয়ে রয়েছে। অনেক কষ্টে দিন কাটাচ্ছে। খেয়ে না খেয়ে খাবারের অনেক কষ্ট করছে। গত মঙ্গলবার রাতে যখন ভাইয়ের সঙ্গে কথা হয়, তখন তিনি বলছিলেন, ইউক্রেন সরকার এবং ওই দেশের বর্ডার গার্ড কাউকে ইউক্রেন থেকে অন্য দেশে যেতে দেয় না।’
রাসেল হোসেন বলেন, ‘ভাই আমাকে জানিয়েছে, তাঁর বড় ছেলে ইউক্রেনের হয়ে যুদ্ধে যোগ দিয়েছে। আমাদের চিন্তার সবচেয়ে বড় কারণ এখন তায়িব।’
রাসেল হোসেন আরও বলেন, ‘তায়িব ছোটবেলা থেকেই অনেক ডানপিটে স্বভাবের ছিল। ছোটবেলায় আমরা তাকে দেখেছি গায়ের শক্তি ও সাহসের দিক দিয়ে অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল সে। চিন্তাশীল স্বভাবের ছেলে ছিল তায়িব। নিজের চিন্তাকে প্রাধান্য দিয়ে তার বাবাকে বুঝিয়ে ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছে তায়িব। এখন যদি তাদের বাংলাদেশ সরকার দেশে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা গ্রহণ করে, তাহলে হয়তো তারা দেশে ফিরে আসতে পারবে।’
কোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
২৪ মিনিট আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
২ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
২ ঘণ্টা আগে