কাপাসিয়ায় অর্ধগলিত যুবকের মৃতদেহ উদ্ধার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৮: ৪২
Thumbnail image

গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর গ্রামের সীমান্তবর্তী পুরাতন ব্রহ্মপুত্র নদের ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। মৃতদেহের পরনে সাদা রঙের চেক ফুলহাতা শার্ট ও লুঙ্গি রয়েছে। স্থানীয়রা কেউ তাঁকে চিনতে পারেনি। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, স্থানীয়রা প্রথমে এই মৃতদেহ নদে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মৃতদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত