Ajker Patrika

কান্নার শব্দ পেয়ে মসজিদের অজুখানা থেকে নবজাতক উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৭: ২৯
কান্নার শব্দ পেয়ে মসজিদের অজুখানা থেকে নবজাতক উদ্ধার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসুরচর পূর্বপাড়া মসজিদের অজুখানা থেকে এক নবজাতক ছেলেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর পূর্বপাড়া গ্রামের নূরে এলাহি জামে মসজিদের অজুখানা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল রাত ১২টার দিকে নবজাতকের কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে দেখেন অজুখানায় শিশুটি পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই নবজাতককে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।

হোসেনপুর সরকারি কলেজে প্রভাষক ও স্থানীয় বাসিন্দা শরীফ আহমেদ জানান, নবজাতক শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর হাসান জিকো বিষয়টি নিশ্চিত করে জানান, দিবাগত রাত ১টার দিকে হোসেনপুর থানা-পুলিশের সহযোগিতায় নবজাতক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে, প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং খাবারের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হক বলেন, নবজাতকটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শিশু কল্যাণ আইন ২০১৩ অনুযায়ী যদি কোনো উপযুক্ত ব্যক্তি শিশুটিকে লালন-পালনের দায়িত্ব নিতে চান, তাহলে উপজেলা শিশু কল্যাণ বোর্ড অথবা জেলা শিশু আদালতের অনুমতি নিতে হবে।

উদ্ধার হওয়ার পর হাসপাতালে চিকিৎসক ও পুলিশ সদস্যদের সঙ্গে নবজাতক। ছবি: সংগৃহীত হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, নবজাতকটিকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তী সময় সমাজসেবা কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত