Ajker Patrika

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানাল জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২১: ৪১
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানাল জাবি শিক্ষার্থীরা

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের একাংশ। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রগতিশীল শিক্ষার্থীরা। এ সময় অস্থায়ী বেদি নির্মাণ করে আন্দোলনরত শহীদ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা মার্কসবাদী ছাত্রফ্রন্টের সদস্য নুরে তামিম স্রোত বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের মুখে বেশ কিছু কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ নির্বিচারে গুলি করে শ্রমিকদের হত্যা করেছে। এর পরিণতি হবে ভয়াবহ। আমরা নিপীড়িত শ্রমিকদের পক্ষে এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছি।’

আরেক সদস্য সজীব আহমেদ জেনিচ বলেন, ‘শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের গুন্ডাবাহিনী গুলি চালিয়ে চারজন শ্রমিককে হত্যা করেছে। ১২,৫০০ টাকা মজুরি দিয়ে একজন শ্রমিকের পরিবার চলতে পারে না। অবিলম্বে বন্ধ কারখানাগুলোর বকেয়া পরিশোধ করতে হবে। যেসব গার্মেন্ট বন্ধ হয়ে গেছে, সেগুলো চালু করতে হবে।’

বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, ‘শ্রমিকেরা দেশের মূল চালিকাশক্তি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিজেদের অধিকার আদায় করতে গিয়ে চারজন শ্রমিক পুলিশের গুলিতে নিহত হলেন। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে না নিয়ে তাঁদের নির্যাতন করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত