শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৮: ২০
Thumbnail image

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর মাল্টিপারপাস মার্কেট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অটোস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। 

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ এতে সভাপতিত্ব করেন। সমাবেশে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য মাহবুব হাসান কাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ অলিদুর রহমান হীরা, যুবলীগের সভাপতি হাসান আহমেদ কচি প্রমুখ বক্তব্য দেন। 

হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। ছবি: আজকের পত্রিকা টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মিথ্যা মামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মামলা প্রত্যাহারসহ যত দিন আমাদের নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা হবে, তত দিন পর্যন্ত এই আন্দোলন চলবে। এ ছাড়া বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও নেতা–কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত