উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ-বিক্ষোভের সময় ২৫ শিক্ষার্থীসহ ৯২ জন নিহত হয়েছেন বলে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে গতকাল দুপুরে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফান্তাসির মাহমুদ হতাহত ব্যক্তিদের এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ৯২ জন নিহতের মধ্যে ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন গাড়িচালক, ২ জন মসজিদের ইমাম। ১১ জনের পরিচয় এখনো জানা যায়নি।
এ সময় সংগঠনটির আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান ও হতাহত ব্যক্তিদের স্বজনদের অনেকে উপস্থিত ছিলেন।
ফান্তাসির মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় গত ১৮ জুলাই ২০ জন, ১৯ জুলাই ২২, ৪ আগস্ট ৭, ৫ আগস্ট ৪২ ও ৭ আগস্ট ১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১ জন, ১০-২০ বছর বয়সী ১৭, ২১-৩০ বছর বয়সী ১৮, ৪১-৫০ বছর বয়সী ১১, ৫১-৬০ বছর বয়সী ২ ও ৬০ বছর ঊর্ধ্বের ১ জন রয়েছে।’
ফান্তাসির মাহমুদ বলেন, ‘আমাদের ধারণা এই শহীদদের তালিকা হয়তো আরও বড় হতে পারে। আমরা চাই, জুলাই-আগস্ট আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে।’
জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের এই মুখপাত্র জানান, গণ-অভ্যুত্থানের পর থেকে তাঁরা হতাহত ব্যক্তিদের সঠিক সংখ্যা নিরূপণে তথ্য সংগ্রহ, প্রামাণ্যচিত্র তৈরি, প্রচার এবং ওয়েবসাইটভিত্তিক ডিজিটাল আর্কাইভ তৈরির কাজ করছেন। তাঁরা চান, কোনোভাবেই যেন এই বিপ্লবের ইতিহাসের তথ্যবিকৃতি না ঘটে।
নিহত ব্যক্তিদের তালিকাটি কীভাবে তৈরি করা হয়েছে, তা জানতে চাইলে রেভল্যুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান বলেন, ‘৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর আমরা উত্তরার সব হাসপাতাল ঘুরে তাদের কাছ থেকে হতাহতদের তথ্য সংগ্রহ করি। পরে ওই তথ্য ধরে ধরে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এবং তাদের কাছ থেকে নিহতদের ছবি, মৃত্যুসনদ নিয়ে তালিকাটি তৈরি করি।’
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ-বিক্ষোভের সময় ২৫ শিক্ষার্থীসহ ৯২ জন নিহত হয়েছেন বলে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে গতকাল দুপুরে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফান্তাসির মাহমুদ হতাহত ব্যক্তিদের এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ৯২ জন নিহতের মধ্যে ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন গাড়িচালক, ২ জন মসজিদের ইমাম। ১১ জনের পরিচয় এখনো জানা যায়নি।
এ সময় সংগঠনটির আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান ও হতাহত ব্যক্তিদের স্বজনদের অনেকে উপস্থিত ছিলেন।
ফান্তাসির মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় গত ১৮ জুলাই ২০ জন, ১৯ জুলাই ২২, ৪ আগস্ট ৭, ৫ আগস্ট ৪২ ও ৭ আগস্ট ১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১ জন, ১০-২০ বছর বয়সী ১৭, ২১-৩০ বছর বয়সী ১৮, ৪১-৫০ বছর বয়সী ১১, ৫১-৬০ বছর বয়সী ২ ও ৬০ বছর ঊর্ধ্বের ১ জন রয়েছে।’
ফান্তাসির মাহমুদ বলেন, ‘আমাদের ধারণা এই শহীদদের তালিকা হয়তো আরও বড় হতে পারে। আমরা চাই, জুলাই-আগস্ট আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে।’
জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের এই মুখপাত্র জানান, গণ-অভ্যুত্থানের পর থেকে তাঁরা হতাহত ব্যক্তিদের সঠিক সংখ্যা নিরূপণে তথ্য সংগ্রহ, প্রামাণ্যচিত্র তৈরি, প্রচার এবং ওয়েবসাইটভিত্তিক ডিজিটাল আর্কাইভ তৈরির কাজ করছেন। তাঁরা চান, কোনোভাবেই যেন এই বিপ্লবের ইতিহাসের তথ্যবিকৃতি না ঘটে।
নিহত ব্যক্তিদের তালিকাটি কীভাবে তৈরি করা হয়েছে, তা জানতে চাইলে রেভল্যুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান বলেন, ‘৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর আমরা উত্তরার সব হাসপাতাল ঘুরে তাদের কাছ থেকে হতাহতদের তথ্য সংগ্রহ করি। পরে ওই তথ্য ধরে ধরে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এবং তাদের কাছ থেকে নিহতদের ছবি, মৃত্যুসনদ নিয়ে তালিকাটি তৈরি করি।’
মধ্যরাতে বরিশাল-ঢাকা নৌপথের গভীর মেঘনায় কীর্তণখোলা-১০ ও এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সহস্রাধিক যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে চাঁদপুর সংলগ্ন মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘আওয়ামী লীগ ছাড়া সবাইকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। আওয়ামী লীগ ফিরতে পারবে বিচারের পরেই।’
২৮ মিনিট আগেসিলেটে প্রায় কোটি টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
৩৮ মিনিট আগেসাংবাদিকদের দুঃখ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জীবনেও বুঝবেন না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, ‘আমি বিভিন্ন জায়গায় বলেছি, কামাল ভাইকে এই কমিটির প্রধান করাই ঠিক হয়নি।
১ ঘণ্টা আগে