সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে অন্যের প্রেমিকাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার জেরে খুন হয়েছেন রুবেল মিয়া (৩৫) নামের এক ব্যক্তি। নিহতের লাশ উদ্ধারের চার ঘণ্টার মাথায় খুনের রহস্য উদ্ঘাটন করে এতে জড়িত ওই প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে র্যাব-৪। গতকাল শুক্রবার রাত ১০টায় র্যাব-৪ মানিকগঞ্জ (সিপিসি-৩) সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
এর আগে গত বুধবার রাতে ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন রুবেল মিয়া। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। কোথাও না পাওয়া গেলে পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি করে। শুক্রবার সকালে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ধলেশ্বরী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যার কারণ অনুসন্ধান করে র্যাব জানায়, ফোর্ডনগর এলাকার বিজয় (১৯) ও শ্রাবণী আক্তারের (১৮) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এলাকায় বিষয়টি জানাজানি হলে প্রতিবেশী চাচা রুবেল মিয়া বিজয়ের মোবাইল ফোন জব্দ করেন। এ সময় মোবাইল ফোনে সংরক্ষিত ব্যক্তিগত ছবি তার নিজের মোবাইলে নিয়ে নেন এবং বিজয়কে প্রেমের সম্পর্ক থেকে সরে আসতে বলেন, অন্যথায় দেখে নেওয়ারও হুমকি দেন। এরপর শ্রাবণী আক্তারকে ব্যক্তিগত ছবি প্রচারের ভয় দেখিয়ে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন রুবেল। প্রস্তাবে রাজি না হলে ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে একাধিকবার জানানো হয়। বিষয়গুলো প্রেমিক বিজয়কে জানান শ্রাবণী। তারপর দুজন মিলে রুবেলকে হত্যার পরিকল্পনা করেন।
র্যাব আরও জানায়, পরিকল্পনার অংশ হিসেবে বুধবার মধ্যরাতে ফোর্ডনগর এলাকার একটি ডেইরি ফার্মসংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ে আসতে বলেন। রুবেল মিয়া সেখানে এলে আগে থেকে ওত পেতে থাকা বিজয় পেছন থেকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। মাটিতে লুটিয়ে পড়লে কাপড় কাটার কাঁচি দিয়ে গলা ও মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করা হয়।
এ বিষয়ে র্যাব-৪ মানিকগঞ্জের (সিপিসি-৩) কোম্পানি কমান্ডার লে. আরিফ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজয় ও শ্রাবণী হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছেন। আসামিদের সিঙ্গাইর থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মানিকগঞ্জের সিঙ্গাইরে অন্যের প্রেমিকাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার জেরে খুন হয়েছেন রুবেল মিয়া (৩৫) নামের এক ব্যক্তি। নিহতের লাশ উদ্ধারের চার ঘণ্টার মাথায় খুনের রহস্য উদ্ঘাটন করে এতে জড়িত ওই প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে র্যাব-৪। গতকাল শুক্রবার রাত ১০টায় র্যাব-৪ মানিকগঞ্জ (সিপিসি-৩) সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
এর আগে গত বুধবার রাতে ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন রুবেল মিয়া। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। কোথাও না পাওয়া গেলে পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি করে। শুক্রবার সকালে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ধলেশ্বরী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যার কারণ অনুসন্ধান করে র্যাব জানায়, ফোর্ডনগর এলাকার বিজয় (১৯) ও শ্রাবণী আক্তারের (১৮) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এলাকায় বিষয়টি জানাজানি হলে প্রতিবেশী চাচা রুবেল মিয়া বিজয়ের মোবাইল ফোন জব্দ করেন। এ সময় মোবাইল ফোনে সংরক্ষিত ব্যক্তিগত ছবি তার নিজের মোবাইলে নিয়ে নেন এবং বিজয়কে প্রেমের সম্পর্ক থেকে সরে আসতে বলেন, অন্যথায় দেখে নেওয়ারও হুমকি দেন। এরপর শ্রাবণী আক্তারকে ব্যক্তিগত ছবি প্রচারের ভয় দেখিয়ে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন রুবেল। প্রস্তাবে রাজি না হলে ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে একাধিকবার জানানো হয়। বিষয়গুলো প্রেমিক বিজয়কে জানান শ্রাবণী। তারপর দুজন মিলে রুবেলকে হত্যার পরিকল্পনা করেন।
র্যাব আরও জানায়, পরিকল্পনার অংশ হিসেবে বুধবার মধ্যরাতে ফোর্ডনগর এলাকার একটি ডেইরি ফার্মসংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ে আসতে বলেন। রুবেল মিয়া সেখানে এলে আগে থেকে ওত পেতে থাকা বিজয় পেছন থেকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। মাটিতে লুটিয়ে পড়লে কাপড় কাটার কাঁচি দিয়ে গলা ও মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করা হয়।
এ বিষয়ে র্যাব-৪ মানিকগঞ্জের (সিপিসি-৩) কোম্পানি কমান্ডার লে. আরিফ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজয় ও শ্রাবণী হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছেন। আসামিদের সিঙ্গাইর থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে ৯৪তম সিন্ডিকেট সভা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সিন্ডিকেট সভা চলাকালে হঠাৎ ১০-১২ জন সেখানে উপস্থিত হয়ে উচ্চবাচ্য করেন।
১ মিনিট আগে২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সমাবর্তন আয়োজন কেন্দ্রীয় কমিটি ও উপ-কমিটির সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশনের অফিস সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা লিংক রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির মাথায় জখমের চিহ্ন রয়েছে।
১ ঘণ্টা আগেপ্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় কর্মরত সাংবাদিক-কর্মচারী ও দৈনিক জনকণ্ঠ থেকে ইতিপূর্বে চাকরিচ্যুতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বেতন-ভাতা পরিশোধে কর্তৃপক্ষের টালবাহানা, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খানকে হত্যার হুমকি এবং পত্রিকাটির সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ তার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা
১ ঘণ্টা আগে