গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৪

ঢামেক প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ১২: ১২
আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৫: ২৮

গাজীপুরের গাছা থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে রাখা খালি সিলিন্ডারে গ্যাস দেওয়ার সময় আগুনের ঘটনায় দগ্ধ আরেকজন মারা গেছেন। মৃত ব্যক্তির নাম টুটুল (২৮)। এ নিয়ে এ ঘটনায় চারজন মারা গেলেন। 

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে মারা যান টুটুল। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আইউব হোসেন জানান, টুটুলের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালিও পুড়ে গিয়েছিল। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আনোয়ারুল ইসলাম (২৭) নামে একজন ভর্তি রয়েছেন। 

মৃত টুটুলের বোনজামাই মাহবুবুর রহমান তানিম জানান, স্ত্রী আলফাকে নিয়ে মাওনা এলাকায় থাকতেন টুটুল। স্থানীয় আমান টেক্সটাইলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। তাঁর বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। বাবার নাম মৃত সাইদুল ইসলাম। কাভার্ড ভ্যানে গ্যাস আনার জন্য পাম্পে গিয়েছিলেন তিনি। 

এর আগে গত সোমবার ভোরে পারভেজ (৩১), শুক্রবার সকালে আতিকুল ইসলাম মিঠু (২৫) ও মঙ্গলবার ভোরে আলআমিন (৩০) নামে তিনজন মারা যান। 

গত ১৩ অক্টোবর গাজীপুর মহানগরীর বড়বাড়ী এলাকায় হাজি ওয়াহেদ মিয়া সিএনজি ফিলিংস স্টেশনে গ্যাস নেওয়ার সময় কাভার্ড ভ্যানে রাখা সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত