Ajker Patrika

আনসারদের হটিয়ে সচিবালয়ের কর্মকর্তা–কর্মচারীদের উদ্ধার করলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০১: ০৩
আনসারদের হটিয়ে সচিবালয়ের কর্মকর্তা–কর্মচারীদের উদ্ধার করলেন শিক্ষার্থীরা

আনসারদের হটিয়ে সচিবালয় থেকে অবরুদ্ধ কর্মকর্তা–কর্মচারীদের নিরাপদে বের করে এনেছেন শিক্ষার্থীরা।

এখন সচিবালয় এলাকা ঘিরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বর্তমানে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনী সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

এর আগে আনসার সদস্যরা সচিবালয়ে উপদেষ্টা, কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে রাত ৯টার দিকে একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাঠিসোঁটা নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করেন। সচিবালয়ের সামনে তাঁদের সংঘর্ষ বেধে যায়।

সচিবালয়ে অবরুদ্ধ হয়ে পড়া কর্মকর্তা–কর্মচারীদের উদ্ধার করেছেন শিক্ষার্থীরাপ্রায় আধা ঘণ্টা পর্যন্ত সচিবালয় এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।

সচিবালয়ে অবরুদ্ধ হয়ে পড়া কর্মকর্তা–কর্মচারীদের উদ্ধার করেছেন শিক্ষার্থীরাশিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতাও লাঠি হাতে নেমে পড়ে। ছাত্র–জনতার ধাওয়া খেয়ে সচিবালয় এলাকা ছেড়ে যান আনসার সদস্যরা। পালানোর সময় লাঠি দিয়ে আনসার সদস্যদের পিটিয়েছেন ছাত্র–জনতা। পরে সেনাবাহিনী সচিবালয় এলাকায় অবস্থান নিলে পরিবেশ শান্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত