নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ব্যাংক পাড়ায় বিভিন্ন ব্যাংকের আশপাশে দাঁড়িয়ে ব্যাংকে থেকে নগদ টাকা উত্তোলনকারীদের টার্গেট করে ভুয়া ডিবি পরিচয়ে গাড়িতে তুলে নিয়ে ডাকাতি করা একটি চক্রের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি গুলশান বিভাগের ডিসি মশিউর রহমানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ।
আজ বুধবার রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার হারুন অর রশিদ এসব কথা বলেন।
ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার বলেন, অনেক সময় টার্গেট করা ব্যক্তিদের অনুসরণ করে সুবিধাজনক স্থানে পৌঁছালে তাদের সঙ্গে থাকা ডিবির জ্যাকেট পরে ব্যক্তির গতিরোধ করে গাড়িতে তুলে নেই। এরপরে তাদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল-ফোনসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়ে গামছা দিয়ে চোখ মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে দেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-আবদুল্লাহ আল মামুন, ইমদাদুল শরীফ, খোকন, মাসুম রহমান তুহিন, মানুন শিকদার, কমল হোসেন, ওয়াহিদুল ইসলাম, ফারুক বেপারি ও মতিউর রহমান।
এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস,দুটি ডিবির জ্যাকেট, হ্যান্ডকাফ এক সেট, একটি ডামি পিস্তল, একটি ওয়াকিটকি ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
যুগ্ম-পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, চক্রটির কাছে সব সময় পুলিশ, র্যাবসহ প্রশাসনের বিভিন্ন ইউনিটের পোশাক ও জিনিসপত্র থাকে।
ডিবির যুগ্ম-কমিশনার বলেন, আপনাদের সঙ্গে মূল্যবান জিনিসপত্র থাকলে প্রশাসনের লোকজন পরিচয় দিলেই তাদের গাড়িতে উঠে যাবেন না। ডাকাডাকি করে মানুষজন জমায়েত করে প্রশাসন নিশ্চিত হয়ে গাড়িতে উঠবেন। এ ছাড়া এ ধরনের সমস্যার সম্মুখীন হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে বা স্থানীয় থানার সহায়তা নিন।
রাজধানীর ব্যাংক পাড়ায় বিভিন্ন ব্যাংকের আশপাশে দাঁড়িয়ে ব্যাংকে থেকে নগদ টাকা উত্তোলনকারীদের টার্গেট করে ভুয়া ডিবি পরিচয়ে গাড়িতে তুলে নিয়ে ডাকাতি করা একটি চক্রের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি গুলশান বিভাগের ডিসি মশিউর রহমানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ।
আজ বুধবার রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার হারুন অর রশিদ এসব কথা বলেন।
ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার বলেন, অনেক সময় টার্গেট করা ব্যক্তিদের অনুসরণ করে সুবিধাজনক স্থানে পৌঁছালে তাদের সঙ্গে থাকা ডিবির জ্যাকেট পরে ব্যক্তির গতিরোধ করে গাড়িতে তুলে নেই। এরপরে তাদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল-ফোনসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়ে গামছা দিয়ে চোখ মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে দেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-আবদুল্লাহ আল মামুন, ইমদাদুল শরীফ, খোকন, মাসুম রহমান তুহিন, মানুন শিকদার, কমল হোসেন, ওয়াহিদুল ইসলাম, ফারুক বেপারি ও মতিউর রহমান।
এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস,দুটি ডিবির জ্যাকেট, হ্যান্ডকাফ এক সেট, একটি ডামি পিস্তল, একটি ওয়াকিটকি ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
যুগ্ম-পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, চক্রটির কাছে সব সময় পুলিশ, র্যাবসহ প্রশাসনের বিভিন্ন ইউনিটের পোশাক ও জিনিসপত্র থাকে।
ডিবির যুগ্ম-কমিশনার বলেন, আপনাদের সঙ্গে মূল্যবান জিনিসপত্র থাকলে প্রশাসনের লোকজন পরিচয় দিলেই তাদের গাড়িতে উঠে যাবেন না। ডাকাডাকি করে মানুষজন জমায়েত করে প্রশাসন নিশ্চিত হয়ে গাড়িতে উঠবেন। এ ছাড়া এ ধরনের সমস্যার সম্মুখীন হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে বা স্থানীয় থানার সহায়তা নিন।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৪ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগে