গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত বন্দীর নাম দলিল উদ্দিন শেখ (৬৫)। তিনি মানিকগঞ্জ জেলার সদর উপজেলার সাইজ উদ্দিনের ছেলে। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৮১৪৩ /এ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দলিল উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে দলিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।’
আমিরুল ইসলাম বলেন, ‘মৃত দলিল উদ্দিন একটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।’
জেল সুপার আরও বলেন, ‘হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত বন্দীর নাম দলিল উদ্দিন শেখ (৬৫)। তিনি মানিকগঞ্জ জেলার সদর উপজেলার সাইজ উদ্দিনের ছেলে। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৮১৪৩ /এ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দলিল উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে দলিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।’
আমিরুল ইসলাম বলেন, ‘মৃত দলিল উদ্দিন একটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।’
জেল সুপার আরও বলেন, ‘হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
প্রায় চার বছর আগে রাজধানীর শাহ আলী থানায় দায়ের করা মাদক মামলায় ইশরাত রফিক ওরফে চিকিৎসক ঈশিতাকে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ ও বিশেষ দায়রা আদালতের বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় দেন
৬ মিনিট আগেসুনামগঞ্জের শান্তিগঞ্জে থানার পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের কুখ্যাত সর্দার মর্তুজ আলীসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
২১ মিনিট আগেমাদারীপুরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। আজ সোমবার দুপুরে মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
২৫ মিনিট আগেখুলনায় সাংবাদিকদের সঙ্গে নাগরিকদের মতবিনিময় সভায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে তিনটি সুপারিশ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় রূপান্তর সভাকক্ষে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) শক্তিশালীকরণে চাহিদাভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সাংবাদিকদের সঙ্গে নাগরিকদের মতবিনিময় সভায় এ সুপারিশ করা হয়।
২৯ মিনিট আগে