Ajker Patrika

কাশিমপুর কারাগারের সাজাপ্রাপ্ত বন্দীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
কাশিমপুর কারাগারের সাজাপ্রাপ্ত বন্দীর মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত বন্দীর নাম দলিল উদ্দিন শেখ (৬৫)। তিনি মানিকগঞ্জ জেলার সদর উপজেলার সাইজ উদ্দিনের ছেলে। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৮১৪৩ /এ। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দলিল উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে দলিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।’ 

আমিরুল ইসলাম বলেন, ‘মৃত দলিল উদ্দিন একটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।’ 

জেল সুপার আরও বলেন, ‘হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত