কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়ে নিয়োগে ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও দুই প্রার্থীকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। ওই দুই প্রার্থীর কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, গত জুন মাসে উপজেলার উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহায়ক পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। ওই বিজ্ঞাপনে সাড়া দিয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৮ জন ও অফিস সহায়ক পদে ১৭ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় কম্পিউটার ল্যাব অপারেটর পদে জয় রায় ও অফিস সহায়ক পদে দেলোয়ার হোসেন মোল্লা প্রথম স্থান অধিকার করেন। সেই মোতাবেক পরীক্ষার দিন নিয়োগ বোর্ড ওই দুজনের নাম ঘোষণা করে বিদ্যালয়ে যোগদান করতে বলেন। পরে নির্বাচিত প্রার্থীরা বিদ্যালয়ে যোগদানের জন্য গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।
ভুক্তভোগী জয় রায় ও দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ‘আমরা দুজন বিদ্যালয়ে যোগদান করতে গেলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নরেন্দ্রনাথ হাওলাদারসহ কমিটির লোকজন আমাদের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। আমরা ঘুষের টাকা দিতে অস্বীকার করলে যোগদান না নিয়ে তাঁরা আমাদের ফিরিয়ে দিয়েছেন।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে’র কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নিয়োগ পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের জন্য সকল নথিপত্র আমি কমিটির কাছে পাঠিয়েছিলাম। কমিটি ওই দুই প্রার্থীকে নিয়োগের জন্য অনুমোদন না দিয়ে পরীক্ষা বাতিল করে দিয়েছেন।’
অভিযোগের বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নরেন্দ্রনাথ হাওলাদার বলেন, ‘নিয়োগ পরীক্ষায় জয় রায় ও দেলোয়ার হোসেন মোল্লা প্রথম স্থান অধিকার করেছেন। কিন্তু তবুও তাঁরা আমাদের কাছে যোগ্য বলে মনে হয়নি। তাই আমরা তাঁদের বিদ্যালয়ে যোগদান করতে দিইনি। আমরা ওই নিয়োগ পরীক্ষা বাতিল করে দিয়েছি। নিয়োগ পরীক্ষা বাতিল করে দেওয়ার কারণে তাঁরা দুজন ঘুষ চাওয়ার মিথ্যা অভিযোগ তুলেছে।’
এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিক নূর আলম বলেন, জয় রায় ও দেলোয়ার হোসেন মোল্লার লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ দুটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপালগঞ্জের কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়ে নিয়োগে ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও দুই প্রার্থীকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। ওই দুই প্রার্থীর কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, গত জুন মাসে উপজেলার উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহায়ক পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। ওই বিজ্ঞাপনে সাড়া দিয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৮ জন ও অফিস সহায়ক পদে ১৭ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় কম্পিউটার ল্যাব অপারেটর পদে জয় রায় ও অফিস সহায়ক পদে দেলোয়ার হোসেন মোল্লা প্রথম স্থান অধিকার করেন। সেই মোতাবেক পরীক্ষার দিন নিয়োগ বোর্ড ওই দুজনের নাম ঘোষণা করে বিদ্যালয়ে যোগদান করতে বলেন। পরে নির্বাচিত প্রার্থীরা বিদ্যালয়ে যোগদানের জন্য গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।
ভুক্তভোগী জয় রায় ও দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ‘আমরা দুজন বিদ্যালয়ে যোগদান করতে গেলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নরেন্দ্রনাথ হাওলাদারসহ কমিটির লোকজন আমাদের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। আমরা ঘুষের টাকা দিতে অস্বীকার করলে যোগদান না নিয়ে তাঁরা আমাদের ফিরিয়ে দিয়েছেন।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে’র কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নিয়োগ পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের জন্য সকল নথিপত্র আমি কমিটির কাছে পাঠিয়েছিলাম। কমিটি ওই দুই প্রার্থীকে নিয়োগের জন্য অনুমোদন না দিয়ে পরীক্ষা বাতিল করে দিয়েছেন।’
অভিযোগের বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নরেন্দ্রনাথ হাওলাদার বলেন, ‘নিয়োগ পরীক্ষায় জয় রায় ও দেলোয়ার হোসেন মোল্লা প্রথম স্থান অধিকার করেছেন। কিন্তু তবুও তাঁরা আমাদের কাছে যোগ্য বলে মনে হয়নি। তাই আমরা তাঁদের বিদ্যালয়ে যোগদান করতে দিইনি। আমরা ওই নিয়োগ পরীক্ষা বাতিল করে দিয়েছি। নিয়োগ পরীক্ষা বাতিল করে দেওয়ার কারণে তাঁরা দুজন ঘুষ চাওয়ার মিথ্যা অভিযোগ তুলেছে।’
এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিক নূর আলম বলেন, জয় রায় ও দেলোয়ার হোসেন মোল্লার লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ দুটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১ ঘণ্টা আগে