Ajker Patrika

চার্জার ফ্যানে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, প্রাণ গেল ৬ মাসের শিশুর

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
চার্জার ফ্যানে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, প্রাণ গেল ৬ মাসের শিশুর

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে গত সোমবার চার্জার ফ্যানের শর্টসার্কিট থেকে ঘটে অগ্নিকাণ্ড। সেই আগুনে পুরে গুরুতর আহত ৬ মাসের শিশু তামিমাকে ভর্তি করানো রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। ৬ দিন চিকিৎসাধীন থেকে গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে প্রাণ হারায় শিশুটি।

ফরিদপুরের নগরকান্দায় উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড় পাইককান্দি গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। আজ রোববার সকাল ১০টায় বড়পাইককান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়।

তামিমার বাবা ইসমাইল হোসেন বলেন, ‘গত সোমবার বেলা ১১টার দিকে তামিমার মা ওকে ঘুম পাড়িয়ে মাথার কাছে চার্জার ফ্যান চালিয়ে পাশের বাড়িতে গিয়েছিল। এ সময় ফ্যানে আকস্মিক শর্টসার্কিট আগুন লেগে যায়। আগুনে ফ্যানটি গলে গলে বিছানায় আগুন ধরে যায়। পরে আমার মেয়েকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেই। সেখানে চিকিৎসারত অবস্থায় আমার মেয়ে তামিমা মৃত্যুবরণ করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত