নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনের বাধা কাটল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ১৬: ৪৫

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটুর প্রার্থিতা বৈধ করে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে। আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

ঋণ খেলাপির অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন আলাবক্স টিটু। সে আবেদন খারিজ হলে হাইকোর্টে রিট করেন তিনি। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট টিটুর মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। 

পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গত ২৬ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন। এর মধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরে ২৭ সেপ্টেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করলে চেম্বার বিচারপতি চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

আদালতে আলাবক্স টিটুর পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর আবদুল ওয়াদুদ পিন্টুর পক্ষে ছিলেন আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির। রুহুল কুদ্দুস বলেন, হাইকোর্টের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। তাতে আলাবক্স টিটুর প্রার্থিতা আর থাকছে না। এতে একজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ দেওয়া হল বলে জানান তিনি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত