ইটনায় ২০ কেজি গাঁজাসহ তরুণ আটক

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১১: ৪৩
Thumbnail image

কিশোরগঞ্জের ইটনায় ২০ কেজি গাঁজাসহ অপু মালাকার (২০) নামের এক তরুণকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজার থেকে তাঁকে আটক করা হয়। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার সিঙ্গারবিল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ৯টার দিকে ইটনা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আমিরগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় কাপড় ব্যবসায়ী (ফেরিওয়ালা) ছদ্মবেশে নতুন কাপড়ে মোড়ানো ২০ কেজি গাঁজাসহ অপু মালাকারকে আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘মাদক কারবারিকে আটক করে থানায় ফিরছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক আসামিকে আদালতে সোপর্দ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত