Ajker Patrika

কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২২, ১৬: ২৩
কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে মো. শামীম (৩৫) নামে এক হাজতি মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আজ রোববার ভোর রাতে কারাগার থেকে  কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার মো. নাসির উদ্দিন।

মৃত হাজতি জেলার বাজিতপুর উপজেলার মধ্যভাগলপুর গ্রামের মৃত কালা চাঁন মিয়ার ছেলে। 

হাসপাতাল সূত্রে জানায়, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শামীমের মৃত্যু হয়েছে। 

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. মো. হেলাল উদ্দিন বলেন, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেন। পরে পৌনে পাঁচটায় মো. শামীম নামের ওই হাজতিকে মৃত ঘোষণা করা হয়। 

কারাগার সূত্রে জানা যায়, মৃত শামীম বাজিতপুর থানায় একটি মাদক মামলার বিচারাধীন আসামি হিসেবে গত ২৮ ফেব্রুয়ারি জেলা কারাগারে আসেন। 

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার মো. নাসির উদ্দিন বলেন, ‘হাজতি মো. শামীম কিছুদিন ধরে অসুস্থ ছিল। গত রাতে হঠাৎ অসুস্থ পড়লে দ্রুত তাঁকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত