Ajker Patrika

বাস ভাড়া বাড়ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৭: ৪২
বাস ভাড়া বাড়ছে না

আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে অর্ধেক যাত্রী নিয়ে সড়কে চলাচল করবে বাস। তবে এবার নতুন করে আর ভাড়া বাড়ানো হবে না। আগের ভাড়াতেই চলবে গণপরিবহন। 

আজ বুধবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাস মালিক ও বিআরটিএর বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। 

নূর মোহাম্মদ মজুমদার বলেন, গণপরিবহনের চালক সহকারী সকলকে মাস্ক পরিধান করতে হবে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে বাসের ভাড়া বাড়ানো হবে না। আমরা বাসের ভাড়া বাড়ানোকে যৌক্তিক মনে করছি না। অর্ধেক যাত্রী নিলে বাসের ভাড়া বাড়ানো হবে না এমন নির্দেশনা কেবিনেট থেকে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, আলোচনায় অংশ নেওয়া বাস মালিকসহ অন্যান্য সদস্যরা বলেছেন, সব অফিস-আদালত খোলা রেখে যদি অর্ধেক যাত্রী বহন করা হয় তাহলে পরিবহনের সংকট দেখা দেবে, যাত্রীরাও ভোগান্তিতে পড়বে। এসব বিবেচনা করে পরিবহন মালিকের দাবি জানিয়েছেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনে যত সিট তত যাত্রী নেওয়ার। সে ক্ষেত্রে জনগণ ভোগান্তিতে পড়বে না। তা ছাড়া অনেক পরিবহন শ্রমিক এখনো ভ্যাকসিনেশনের আওতায় আসেনি। তাঁদের দ্রুত টিকার আওতায় আনতে হবে। তাঁদের দাবিগুলো আমরা সরকারের কাছে জানাব সরকার বিবেচনা করবে। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা বলেন, আমাদের অনুরোধ, আমরা সব সিটে যাত্রী নিয়ে বাস চালাতে চাই। বাসের সকল শ্রমিকেরা যেন ভ্যাকসিনেশনের আওতায় আসে সে বিষয়টিও নজর দিতে হবে। শ্রমিকেরা যেন লাইসেন্স নিয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা নিতে পারে। তবে অর্ধেক যাত্রী নিয়ে ভাড়া বাড়াতে চাই না। জনগণের রোষানলে পড়তে চাই না। 

গত সোমবার জারি করা প্রজ্ঞাপনে করোনা সংক্রমণ রোধে ১১ দফার বিধিনিষেধ আরোপ করা হয়। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে। সেখানে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়। 

তবে এ নির্দেশনার পর থেকেই ভাড়া বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ দেওয়া শুরু করেন বাস মালিকেরা। এ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় বনানীতে আজ (১২ জানুয়ারি) দুপুরের পর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠকে বসে বিআরটিএ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত