নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে অর্ধেক যাত্রী নিয়ে সড়কে চলাচল করবে বাস। তবে এবার নতুন করে আর ভাড়া বাড়ানো হবে না। আগের ভাড়াতেই চলবে গণপরিবহন।
আজ বুধবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাস মালিক ও বিআরটিএর বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
নূর মোহাম্মদ মজুমদার বলেন, গণপরিবহনের চালক সহকারী সকলকে মাস্ক পরিধান করতে হবে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে বাসের ভাড়া বাড়ানো হবে না। আমরা বাসের ভাড়া বাড়ানোকে যৌক্তিক মনে করছি না। অর্ধেক যাত্রী নিলে বাসের ভাড়া বাড়ানো হবে না এমন নির্দেশনা কেবিনেট থেকে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আলোচনায় অংশ নেওয়া বাস মালিকসহ অন্যান্য সদস্যরা বলেছেন, সব অফিস-আদালত খোলা রেখে যদি অর্ধেক যাত্রী বহন করা হয় তাহলে পরিবহনের সংকট দেখা দেবে, যাত্রীরাও ভোগান্তিতে পড়বে। এসব বিবেচনা করে পরিবহন মালিকের দাবি জানিয়েছেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনে যত সিট তত যাত্রী নেওয়ার। সে ক্ষেত্রে জনগণ ভোগান্তিতে পড়বে না। তা ছাড়া অনেক পরিবহন শ্রমিক এখনো ভ্যাকসিনেশনের আওতায় আসেনি। তাঁদের দ্রুত টিকার আওতায় আনতে হবে। তাঁদের দাবিগুলো আমরা সরকারের কাছে জানাব সরকার বিবেচনা করবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা বলেন, আমাদের অনুরোধ, আমরা সব সিটে যাত্রী নিয়ে বাস চালাতে চাই। বাসের সকল শ্রমিকেরা যেন ভ্যাকসিনেশনের আওতায় আসে সে বিষয়টিও নজর দিতে হবে। শ্রমিকেরা যেন লাইসেন্স নিয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা নিতে পারে। তবে অর্ধেক যাত্রী নিয়ে ভাড়া বাড়াতে চাই না। জনগণের রোষানলে পড়তে চাই না।
গত সোমবার জারি করা প্রজ্ঞাপনে করোনা সংক্রমণ রোধে ১১ দফার বিধিনিষেধ আরোপ করা হয়। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে। সেখানে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়।
তবে এ নির্দেশনার পর থেকেই ভাড়া বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ দেওয়া শুরু করেন বাস মালিকেরা। এ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় বনানীতে আজ (১২ জানুয়ারি) দুপুরের পর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠকে বসে বিআরটিএ।
আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে অর্ধেক যাত্রী নিয়ে সড়কে চলাচল করবে বাস। তবে এবার নতুন করে আর ভাড়া বাড়ানো হবে না। আগের ভাড়াতেই চলবে গণপরিবহন।
আজ বুধবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাস মালিক ও বিআরটিএর বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
নূর মোহাম্মদ মজুমদার বলেন, গণপরিবহনের চালক সহকারী সকলকে মাস্ক পরিধান করতে হবে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে বাসের ভাড়া বাড়ানো হবে না। আমরা বাসের ভাড়া বাড়ানোকে যৌক্তিক মনে করছি না। অর্ধেক যাত্রী নিলে বাসের ভাড়া বাড়ানো হবে না এমন নির্দেশনা কেবিনেট থেকে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আলোচনায় অংশ নেওয়া বাস মালিকসহ অন্যান্য সদস্যরা বলেছেন, সব অফিস-আদালত খোলা রেখে যদি অর্ধেক যাত্রী বহন করা হয় তাহলে পরিবহনের সংকট দেখা দেবে, যাত্রীরাও ভোগান্তিতে পড়বে। এসব বিবেচনা করে পরিবহন মালিকের দাবি জানিয়েছেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনে যত সিট তত যাত্রী নেওয়ার। সে ক্ষেত্রে জনগণ ভোগান্তিতে পড়বে না। তা ছাড়া অনেক পরিবহন শ্রমিক এখনো ভ্যাকসিনেশনের আওতায় আসেনি। তাঁদের দ্রুত টিকার আওতায় আনতে হবে। তাঁদের দাবিগুলো আমরা সরকারের কাছে জানাব সরকার বিবেচনা করবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা বলেন, আমাদের অনুরোধ, আমরা সব সিটে যাত্রী নিয়ে বাস চালাতে চাই। বাসের সকল শ্রমিকেরা যেন ভ্যাকসিনেশনের আওতায় আসে সে বিষয়টিও নজর দিতে হবে। শ্রমিকেরা যেন লাইসেন্স নিয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা নিতে পারে। তবে অর্ধেক যাত্রী নিয়ে ভাড়া বাড়াতে চাই না। জনগণের রোষানলে পড়তে চাই না।
গত সোমবার জারি করা প্রজ্ঞাপনে করোনা সংক্রমণ রোধে ১১ দফার বিধিনিষেধ আরোপ করা হয়। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে। সেখানে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়।
তবে এ নির্দেশনার পর থেকেই ভাড়া বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ দেওয়া শুরু করেন বাস মালিকেরা। এ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় বনানীতে আজ (১২ জানুয়ারি) দুপুরের পর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠকে বসে বিআরটিএ।
পটুয়াখালীর দশমিনায় প্রায় দেড় বছর আগে মারা যাওয়া এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সম্প্রতি মামলা হয়েছে। মামলায় তাঁকে ৩৫ নম্বর আসামি করা হয়েছে। ওই নেতার নাম মো. হারুন সরদার (৫২)। তিনি উপজেলার আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
২ মিনিট আগেরাজধানীর মিরপুরে শাহ আলী থানা এলাকায় রনি (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শাহ আলী থানাধীন রাসেল পার্কের সামনে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে...
২৯ মিনিট আগেকক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় মুজিবুর রহমান (৩৭) নামের এক অটোরিকশার চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেনীলফামারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের হরিবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে