নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) রিকশার নিরাপদ চলাচল নিশ্চিতে ডিজিটাল নম্বরপ্লেট দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। আগামী ৬ মাসের মধ্যে এই কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন তিনি। আজ বুধবার দুপুরে বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেয়র এসব তথ্য জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অধিকাংশ রিকশা অবৈধভাবে চলছে বলে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের রিকশার লাইসেন্স আছে ২৮ হাজার আর রিকশা চলে ১০ লাখ। অর্থাৎ, রিকশার লাইসেন্স সবাই নকল করে চলছে।’
আতিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা আগামী ৬ মাসের মধ্যে রিকশাগুলোতে ডিজিটাল নম্বরপ্লেট দেব, কিউআর কোডসহ। কিউআর কোডে সব তথ্য থাকবে, এভাবে আমরা নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে পারব। প্রথম অবস্থায় ঢাকা শহরে ২ লাখ রিকশায় ডিজিটাল নম্বরপ্লেট দেওয়া হবে। এই নম্বরপ্লেট আসবে বাইরে থেকে, তাই নকল করার কারও কোনো সামর্থ্য নেই। ধরলেই আমরা বুঝতে পারব নম্বরপ্লেট নকল করা হয়েছে না কি।’
মেয়র আতিকুল ইসলাম জানান, আগামী মাসে উত্তর সিটি করপোরেশন এলাকায় ডিজিটাল কার পার্কিং শুরু হবে। তিনি বলেন, ‘স্মার্ট সিটি-স্মার্ট বাংলাদেশ-স্মার্ট ডিএনসিসি আপনাদের উপহার দিতে চাই।’
ডেঙ্গুর বিষয়ে নগরবাসীকে সতর্ক করে আতিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গুর সময় বাড়িতে বাড়িতে ছাদবাগান চেক করা চ্যালেঞ্জ; কেউ অব্যবহৃত টায়ার রেখে দিল না কি, ছাদবাগান যারা করেছে তারা ঠিকমতো মেনটেইন করছে না কি। গত ১০ দিন যাবৎ ড্রোনের মাধ্যমে প্রত্যেকটি ছাদবাগান আমরা চেক শুরু করেছি। এটা আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে। যেখানে আমরা দেখছি কিলবিল করছে ওই বাড়িতে গিয়ে ফাইন করছি। আমরা বলতে চাই, যার যার বাড়ির দায়িত্ব তার নিতে হবে। আমরা ওষুধ ছিটিয়ে দিচ্ছি। কিন্তু আপনার বাসায় আপনি যদি এডিস মশার জন্ম দেন এর দায়দায়িত্ব আপনাকে নিতে হবে এবং জেল, জরিমানা, নিয়মিত মামলা হবে।’
রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) রিকশার নিরাপদ চলাচল নিশ্চিতে ডিজিটাল নম্বরপ্লেট দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। আগামী ৬ মাসের মধ্যে এই কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন তিনি। আজ বুধবার দুপুরে বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেয়র এসব তথ্য জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অধিকাংশ রিকশা অবৈধভাবে চলছে বলে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের রিকশার লাইসেন্স আছে ২৮ হাজার আর রিকশা চলে ১০ লাখ। অর্থাৎ, রিকশার লাইসেন্স সবাই নকল করে চলছে।’
আতিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা আগামী ৬ মাসের মধ্যে রিকশাগুলোতে ডিজিটাল নম্বরপ্লেট দেব, কিউআর কোডসহ। কিউআর কোডে সব তথ্য থাকবে, এভাবে আমরা নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে পারব। প্রথম অবস্থায় ঢাকা শহরে ২ লাখ রিকশায় ডিজিটাল নম্বরপ্লেট দেওয়া হবে। এই নম্বরপ্লেট আসবে বাইরে থেকে, তাই নকল করার কারও কোনো সামর্থ্য নেই। ধরলেই আমরা বুঝতে পারব নম্বরপ্লেট নকল করা হয়েছে না কি।’
মেয়র আতিকুল ইসলাম জানান, আগামী মাসে উত্তর সিটি করপোরেশন এলাকায় ডিজিটাল কার পার্কিং শুরু হবে। তিনি বলেন, ‘স্মার্ট সিটি-স্মার্ট বাংলাদেশ-স্মার্ট ডিএনসিসি আপনাদের উপহার দিতে চাই।’
ডেঙ্গুর বিষয়ে নগরবাসীকে সতর্ক করে আতিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গুর সময় বাড়িতে বাড়িতে ছাদবাগান চেক করা চ্যালেঞ্জ; কেউ অব্যবহৃত টায়ার রেখে দিল না কি, ছাদবাগান যারা করেছে তারা ঠিকমতো মেনটেইন করছে না কি। গত ১০ দিন যাবৎ ড্রোনের মাধ্যমে প্রত্যেকটি ছাদবাগান আমরা চেক শুরু করেছি। এটা আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে। যেখানে আমরা দেখছি কিলবিল করছে ওই বাড়িতে গিয়ে ফাইন করছি। আমরা বলতে চাই, যার যার বাড়ির দায়িত্ব তার নিতে হবে। আমরা ওষুধ ছিটিয়ে দিচ্ছি। কিন্তু আপনার বাসায় আপনি যদি এডিস মশার জন্ম দেন এর দায়দায়িত্ব আপনাকে নিতে হবে এবং জেল, জরিমানা, নিয়মিত মামলা হবে।’
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
৩২ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
৩৭ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
৪১ মিনিট আগে