টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার গোপালপুর উপজেলার হযরত আলীর ছেলে শাহ আলম (৪০), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গোয়াকড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে শাহান শাহ (২৫) এবং নুরজাহান (৪৫)। তাঁরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।
পিকআপে থাকা আহত আকলিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, বিকেলে তাঁরা সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশে একটি পিকআপে রওনা দেন। পিকআপ ভ্যানটি মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তুলে দেয়। এতে পিকআপে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর মিয়া আজকের পত্রিকাকে বলেন, বিকেলে সিরাজগঞ্জ থেকে একটি পিকআপে ভ্যানে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশে যাচ্ছিল কয়েকজন। পরে পিকআপটি মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় আসলে পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান পিকআপের ওপর তুলে দেয়। এতে পিকআপে থাকা ১৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার গোপালপুর উপজেলার হযরত আলীর ছেলে শাহ আলম (৪০), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গোয়াকড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে শাহান শাহ (২৫) এবং নুরজাহান (৪৫)। তাঁরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।
পিকআপে থাকা আহত আকলিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, বিকেলে তাঁরা সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশে একটি পিকআপে রওনা দেন। পিকআপ ভ্যানটি মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তুলে দেয়। এতে পিকআপে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর মিয়া আজকের পত্রিকাকে বলেন, বিকেলে সিরাজগঞ্জ থেকে একটি পিকআপে ভ্যানে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশে যাচ্ছিল কয়েকজন। পরে পিকআপটি মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় আসলে পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান পিকআপের ওপর তুলে দেয়। এতে পিকআপে থাকা ১৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রাম নগরীতে তীব্র পানিসংকটের প্রতিবাদে ওয়াসার কার্যালয়ে ঘেরাও করেছেন ভুক্তভোগীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দর নগরীর দামপাড়ায় ওয়াসার কার্যালয়ের সামনে গ্রাহকেরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা পানির অনিয়মিত সরবরাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন। এ সময় তাঁরা জানান, দীর্ঘদিন ধরে নগরীর
২০ মিনিট আগেসম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এমভি বাংলার জ্যোতি ও এমভি বাংলার সৌরভ জাহাজ দুটি সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি হয়েছে। জাহাজ দুটির সর্বোচ্চ মূল্য উঠেছে করসহ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকা।
২৪ মিনিট আগেবরখাস্ত পুলিশ সুপার (এসপি) এস এম ফজলুল হক এবার নাটোর আদালত চত্বরে কয়েক সাংবাদিককে মারধর করলেন। স্ত্রী মেহনাজ আকতার আমিনের দায়ের করা নারী নির্যাতনের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে এসেছিলেন ফজলুল হক। এজলাস থেকে কোর্ট হাজতে নেওয়ার সময় হাতকড়া না পরানোর সুযোগে ফজলুল হক চড়াও হন
৩০ মিনিট আগে৫ দফা দাবিতে সিলেটের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে হাসপাতালগুলোতে জরুরি ছাড়া সব সেবা বন্ধ ছিল। বিকেলেও চেম্বারে চিকিৎসকেরা রোগী দেখবেন না।
৩০ মিনিট আগে