Ajker Patrika

টাঙ্গাইলে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইল  প্রতি‌নি‌ধি
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ২২: ৫২
টাঙ্গাইলে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার গোপালপুর উপজেলার হযরত আলীর ছেলে শাহ আলম (৪০), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গোয়াকড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে শাহান শাহ (২৫) এবং নুরজাহান (৪৫)। তাঁরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।

পিকআপে থাকা আহত আকলিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, বিকেলে তাঁরা সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশে একটি পিকআপে রওনা দেন। পিকআপ ভ্যানটি মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তুলে দেয়। এতে পিকআপে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর মিয়া আজকের পত্রিকাকে বলেন, বিকেলে সিরাজগঞ্জ থেকে একটি পিকআপে ভ‌্যা‌নে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশে যাচ্ছিল ক‌য়েকজন। প‌রে পিকআপ‌টি মহাসড়‌কের রাবনা বাইপাস এলাকায় আসলে পেছন দিক থে‌কে আসা এক‌টি কাভার্ড ভ্যান পিকআপের ওপর তু‌লে দেয়। এতে পিকআপে থাকা ১৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি ক‌রে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। তি‌নি আরও বলেন, আইনি প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ স্বজনদের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

ধর্ষণ ও তিন খুনের আসামি ঘুরে বেড়াচ্ছে, ভয়ে বাদী

আটকের ভয়ে সকাল থেকে উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান, বিকেলে বেরিয়ে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত