টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার গোপালপুর উপজেলার হযরত আলীর ছেলে শাহ আলম (৪০), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গোয়াকড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে শাহান শাহ (২৫) এবং নুরজাহান (৪৫)। তাঁরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।
পিকআপে থাকা আহত আকলিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, বিকেলে তাঁরা সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশে একটি পিকআপে রওনা দেন। পিকআপ ভ্যানটি মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তুলে দেয়। এতে পিকআপে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর মিয়া আজকের পত্রিকাকে বলেন, বিকেলে সিরাজগঞ্জ থেকে একটি পিকআপে ভ্যানে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশে যাচ্ছিল কয়েকজন। পরে পিকআপটি মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় আসলে পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান পিকআপের ওপর তুলে দেয়। এতে পিকআপে থাকা ১৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার গোপালপুর উপজেলার হযরত আলীর ছেলে শাহ আলম (৪০), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গোয়াকড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে শাহান শাহ (২৫) এবং নুরজাহান (৪৫)। তাঁরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।
পিকআপে থাকা আহত আকলিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, বিকেলে তাঁরা সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশে একটি পিকআপে রওনা দেন। পিকআপ ভ্যানটি মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তুলে দেয়। এতে পিকআপে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর মিয়া আজকের পত্রিকাকে বলেন, বিকেলে সিরাজগঞ্জ থেকে একটি পিকআপে ভ্যানে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশে যাচ্ছিল কয়েকজন। পরে পিকআপটি মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় আসলে পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান পিকআপের ওপর তুলে দেয়। এতে পিকআপে থাকা ১৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড । এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
১৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ফজলুল করিম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই নির্দেশ দেন।
১৮ মিনিট আগেসরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ (ডিএমআরসি) রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুরের ঘটনায় আল্টিমেটাম অনুযায়ী সমাধান না পাওয়ায় কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডিএমআরসির দিকে অগ্রসর হচ্ছে।
২৪ মিনিট আগে