নয়াপল্টনে ‘পুলিশি হামলার’ প্রতিবাদে ডিইউজের একাংশের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ১৬: ৪৬

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি হামলা এবং বিনা কারণে নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল বুধবার পুলিশ কমিশনার যেভাবে কথা বলেছেন তাতে তিনি নিজেকে পুলিশ অফিসার নয় বরং মাস্তান হিসেবে উপস্থাপন করেছেন। দেশে এখন কোনো গণতন্ত্র নেই।’

দিনের ভোট রাতে হওয়া গণতন্ত্র জনগণ আর চায় না জানিয়ে তিনি বলেন, ‘এই গণতন্ত্রের জন্যই কি পাকিস্তানিদের দেশ থেকে বিতাড়িত করেছিল সাধারণ জনগণ? আজকে এই গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে আপনারা তাঁদের বাধা দেবেন না। সরকারের মন্ত্রীরা বলছেন খেলা হবে। তারা কোন খেলার কথা বলছে, গতকাল যে খেলা দিয়েছেন! যদি এই খেলা খেলতে চান তাহলে জনগণ আপনাদেরকে বিদায় করবে।’

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন—প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত