মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার, সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। তাতে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। আজ সোমবার বেলা ১১টার দিকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আজিম চৌকিদার (২৫), এমরাত সরদার (৪০), আক্কেল আলী সরদার (৪০), আবু বকর (৩০), রুবেল ফকির (২৬), এসহাক (১৬) ও রফিক ফকির (২৫)। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) তাহমিনা বেগম। এ জন্য আজ সোমবার তাহমিনা বেগমের সমর্থক কালকিনির আলিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি কালীগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারের দিকে যাচ্ছিল।
এ সময় আবদুস সোবহান গোলাপের পক্ষের আলীনগর ইউপি চেয়ারম্যান শাহিদ পারভেজের নেতৃত্বে মিছিলে হামলা চালানো হয়। তা ছাড়া বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়। তাতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
স্থানীয় আলিনগর ইউপির সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার ও বর্তমান ইউপি চেয়ারম্যান শাহিদ পারভেজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দুজনেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। তবে উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।
মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার, সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। তাতে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। আজ সোমবার বেলা ১১টার দিকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আজিম চৌকিদার (২৫), এমরাত সরদার (৪০), আক্কেল আলী সরদার (৪০), আবু বকর (৩০), রুবেল ফকির (২৬), এসহাক (১৬) ও রফিক ফকির (২৫)। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) তাহমিনা বেগম। এ জন্য আজ সোমবার তাহমিনা বেগমের সমর্থক কালকিনির আলিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি কালীগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারের দিকে যাচ্ছিল।
এ সময় আবদুস সোবহান গোলাপের পক্ষের আলীনগর ইউপি চেয়ারম্যান শাহিদ পারভেজের নেতৃত্বে মিছিলে হামলা চালানো হয়। তা ছাড়া বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়। তাতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
স্থানীয় আলিনগর ইউপির সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার ও বর্তমান ইউপি চেয়ারম্যান শাহিদ পারভেজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দুজনেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। তবে উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর অবস্থিত স্টাফ কোয়ার্টার-হাজীনগর সেতুটি অপ্রশস্ত হওয়ায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন লাখো মানুষ। যানবাহনের বাড়তি চাপ ও অপরিকল্পিত নির্মাণের কারণে সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দাবি, এখানে দ্রুত একটি পরিকল্পিত ও প্রশস্ত সেতু নির
৩ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যর স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত সেনা সদস্যসহ তাঁর শিশুসন্তানকে বরিশাল সিএমএইচে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেসিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
৩৪ মিনিট আগেঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
১ ঘণ্টা আগে