Ajker Patrika

কাপাসিয়ায় যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিল জনতা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 
গ্রেপ্তার আব্দুল গাফফার। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার আব্দুল গাফফার। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় যুবলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে চাঁদপুর বাজার থেকে তাঁকে আটক করা হয়। পরে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আব্দুল গাফফার (৪৮) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাজাই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

উপজেলা যুবদলের সদস্যসচিব জুনায়েদ হোসেন লিয়ন গত ১৭ সেপ্টেম্বর বাদী হয়ে কাপাসিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। এই মামলায় সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিকে প্রধান আসামি করে ৬১ জনের নামে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল গাফফারকে সেই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, গতকাল শনিবার রাতে উপজেলা চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাজার থেকে জনতা তাঁকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আজ রোববার দুপুরে ওই যুবলীগ নেতাকে যুবদলের নেতার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত